এক্সপ্লোর
Advertisement
গণতন্ত্র সূচকে পতন ভারতের: বিরুদ্ধ মত দমনের চেষ্টা চলছে দেশে, কেন্দ্রকে তোপ শিবসেনার
সামনা-য় বলা হয়েছে, গত এক বছরে সারা দেশে ব্যাপক আলোড়ন, উথাল-পাতাল ঘটেছে। সাধারণ মানুষ, ছাত্রসমাজ প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে। বিরুদ্ধ মতামত, কন্ঠ দমন করতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের (জেএনইউ) মতো হামলা চালানো হচ্ছে।
মুম্বই: দি ইকনমিস্ট ইউনিট (ইআইইউ)-এর রিপোর্ট অনুসারে ২০১৯ এর গণতন্ত্র সূচকে গোটা বিশ্বে ১০ ধাপ নীচে নেমে ৫১-তে জায়গা হয়েছে ভারতের। দেশের এই অবনমনের জন্য কেন্দ্রের বিজেপি-জোট সরকারকে দায়ী করল শিবসেনা। ‘নাগরিক অধিকারের সংকোচন’কে ভারতের গণতন্ত্র সূচকে পতনের প্রাথমিক কারণ বলে উল্লেখ করা হয়েছে ইআইইউ রিপোর্টে। উদ্ধব ঠাকরের দল ওই রিপোর্টকে অস্ত্র করে দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে অভিযোগ করা হয়েছে, বিরুদ্ধ স্বর, মতামত রোধ, দমন করার চেষ্টা চলছে ভারতে। সেটাই ভারতের গণতন্ত্রের মাপকাঠিতে নীচে নেমে যাওয়ার প্রধান কারণগুলির একটি। তারা বলেছে, এবার বিশ্বব্যাপী গণতন্ত্র সূচকে পতন হল। এর অর্থ, আন্তর্জাতিক স্তরে আর্থিক মানদণ্ডে যেমন ভারতের পতন ঘটেছে, তেমনই গণতন্ত্রের মানও পড়ে গিয়েছে।
জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, দেশব্যাপী অসন্তোষের জন্ম দেওয়া সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) মতো ইস্যুর উল্লেখ করে সামনা-য় বলা হয়েছে, গত এক বছরে সারা দেশে ব্যাপক আলোড়ন, উথাল-পাতাল ঘটেছে। সাধারণ মানুষ, ছাত্রসমাজ প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে। বিরুদ্ধ মতামত, কন্ঠ দমন করতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের (জেএনইউ) মতো হামলা চালানো হচ্ছে। এটাই গণতন্ত্র সূচকে স্থানচ্যুত হয়ে ভারতে ৫১ নম্বরে নেমে আসার কারণ।
সম্পাদকীয়তে বিজেপির উদ্দেশ্য়ে শিবসেনা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, সরকার রিপোর্টটা খারিজ করলেও শাসক দলের কাছে অর্থনীতির ময়দান থেকে গণতন্ত্র, দেশের এই অবনতির কারণ কি জানা আছে, কোনও উত্তর আছে? কেন্দ্র, তার সমর্থকরা কি বর্তমান অবস্থাটা মানছেন?
গত বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর জোট ভেঙে আলাদা হয়ে যায় কয়েক দশকের বন্ধু বিজেপি ও শিবসেনা। সাময়িক কিছুদিন কেন্দ্রের শাসনের পর মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি, শিবসেনা মিলে সরকার গড়ে। মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement