EC On Rahul Gandhi: ভোটার তালিকা নিয়ে 'রাহুল গান্ধীর অভিযোগ ভিত্তিহীন', কী বলছে নির্বাচন কমিশন ?
EC On Rahul Gandhi on Karnataka Vote Deletion Allegation : ভোট ডিলিট করার চেষ্টা বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, কী প্রতিক্রিয়া কমিশনের ?

নয়াদিল্লি : রাহুল গান্ধীর (Rahul Gandhi) অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন ( Election Commission Of India)। মূলত রাহুল বলেন, 'আমি প্রমাণ এনেছি আপনাদের সামনে। কর্ণাটকের আলন্দ কেন্দ্রে, ৬ হাজার ১৮ ভোট ডিলিট করার চেষ্টা করেছিল কেউ।' 'ভুল ও ভিত্তিহীন', লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ খণ্ডন করল জাতীয় কমিশন।
আরও পড়ুন, মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে ক্ষতিপূরণ মামলায় বিরক্ত হাইকোর্ট, পুজো অনুদানের প্রসঙ্গ তুলে ভর্ৎসনা
জাতীয় কমিশন Fack Check-এ স্পষ্ট জানিয়েছে,'জন সাধারণের কোনও সদস্য অনলাইনে ভোট মুছতে (Vote Delete) পারেন না। কারও নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়, বলে জানিয়েছে কমিশন। কমিশনের ফ্যাক্ট চেকিংয়ের অন্তিম পয়েন্টে আরও বলা হয়েছে, ২০২৩-এ আলন্দ বিধানসভায় ভোটারের নাম বাদ দেওয়ায় ব্যর্থ চেষ্টা হয়েছিল। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন নিজেই FIR দায়ের করেছিল। ২০২৩-এ আলন্দ থেকে কংগ্রেস প্রার্থী কেবি পাটিল জিতেছিলেন।' এই তথ্যের উপরে দাঁড়িয়েই রাহুলের তোলা অভিযোগ নস্যাৎ করেছে কমিশন।
রাহুল বলেন, আমি লোকসভার দলনেতা। যথাযথ প্রমাণ নিয়েই বলছি। আমি সেটা আজ আপনাদের দেখাচ্ছি, দেশের যুব সমাজকে, দেশের মানুষকে দেখাচ্ছি। প্রমাণটা একদম পরিষ্কার... যে, ভারতের মুখ্য় নির্বাচনী আধিকারিক সেই সব মানুষকে রক্ষা করছে, যারা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে করছে। আমি আপনাদের দেখাব, সেই প্রক্রিয়াটা, কীভাবে ভোট ডিলিট হয়ে যায়। আমি দেখাব কীভাবে সেটা হয়। কিছু সংখ্য়ক লোক, সিস্টেমেটিকালি লক্ষ লক্ষ ভোটারকে টার্গেট করে তাদের ভোট ডিলিট করার প্রক্রিয়া চালাচ্ছে। এটা বারবার হচ্ছে।বিভিন্ন সম্প্রদায়, বিশেষত যারা বিরোধীদের ভোট দেয়, দলিত, আদিবাসী, সংখ্য়ালঘু, ওবিসি-এদের বিশেষ করে টার্গেট করা হচ্ছে। আমরা বারবার এটা শুনেছি, এখন আমরা দেখছি ১০০ শতাংশ প্রমাণিত। '
তিনি বলেন, 'আমি আমার নির্বাচনী কেন্দ্রকে ভালবাসি। আমি এই গণতান্ত্রিক পদ্ধতিকে ভালবাসি। আমি এই পদ্ধতিটাকেই রক্ষা করছি। তাই, আমি এখানে দঁড়িয়ে এমন কিছু বলব না, যেটা ভিত্তিহীন। বিচার আপনাদের। আমি প্রমাণ এনেছি আপনাদের সামনে।কর্ণাটকের আলন্দ কেন্দ্রে, ৬ হাজার ১৮ ভোট ডিলিট করার চেষ্টা করেছিল কেউ। আমরা জানি না, টোটাল কত সংখ্য়ক ভোট ২০২৩-এর নির্বাচনে (কর্ণাটক বিধানসভা ভোট, ২০২৩)বাতিল করা হয়েছে। সেটা অবশ্য়ই ৬ হাজার ১৮ -র বেশি। কিন্তু কেউ ধরা পড়েছে, ৬ হাজার ১৮ ভোট ডিলিট করেছে।'























