SIR Second Phase: SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন ? কাদের দিতে হবে না ডকুমেন্ট ?
Voter List: এই প্রক্রিয়া শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আজ রাত ১২ টায় ফ্রিজ করে দেওয়া হবে ভোটার তালিকা। কিন্তু, SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন ?

নয়াদিল্লি : SIR-এর দ্বিতীয় পর্যায়ের ডঙ্কা বেজে গেল। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার থেকেই এনুমেরেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হয়ে যাচ্ছে। যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এই Unique Enumeration Form-এ বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এই প্রক্রিয়া শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আজ রাত ১২ টায় ফ্রিজ করে দেওয়া হবে ভোটার তালিকা। কিন্তু, SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন ? চলুন জেনে নেওয়া যাক...
SIR-এর জন্য প্রয়োজনীয় নথি-
১. জন্মের শংসাপত্র: উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা।
২. পাসপোর্ট: ভারত সরকারের বৈধ পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে প্রয়োজন।
৩. ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা অন্য কোনও শিক্ষাগত শংসাপত্র: একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা।
৪. কেন্দ্রীয়/রাজ্য সরকার/পিএসইউ-এর নিয়মিত কর্মচারী/পেনশনভোগীদের জন্য জারি করা পরিচয়পত্র/পেনশন প্রদানের আদেশ
৫. স্থায়ী বসবাসের শংসাপত্র: উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র।
৬. বন অধিকার শংসাপত্র বা ফরেস্ট রাইট সার্টিফিকেট : এটি উপজাতি বা বনাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।
৭. ওবিসি/এসসি/এসটি বা কাস্ট সার্টিফিকেট : উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শংসাপত্র
৮. এনআরসি নথি: ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের পাওয়া প্রাপ্ত নথি
৯. ফ্য়ামিলি রেজিস্টার : রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
১০. জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র
১১. ০১.০৭.১৯৮৭ সালের আগে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ডাকঘর/এলআইসি/পিএসইউ কর্তৃক ভারতে জারি করা পরিচয়পত্র/শংসাপত্র/নথিপত্র
১২. আধার কার্ড: সুপ্রিম কোর্টের আদেশের পর, এটি এখন পরিচয়ের প্রমাণ হিসেবেও স্বীকৃত হয়েছে।
#WATCH | Phase 2 of SIR | CEC Gyanesh Kumar says, "The indicative list of documents, 11 in number with Aadhaar included as the 12th for identity, has been prepared after discussion with almost all CEOs. Still, when a hearing happens and citizenship has to be proven by someone, if… pic.twitter.com/RQAuobAF8m
— ANI (@ANI) October 27, 2025
তবে CEC স্পষ্ট করে দিয়েছেন, "এই Unique Enumeration Form-এ বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে। বিএলওরা বিদ্যমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর, যাদের নাম গণনা ফর্মে রয়েছে তাঁরা সকলেই ২০০৩ সালের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি হ্যাঁ হয়, তাহলে তাঁদের কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। যদি তাঁদের নাম না থাকে, কিন্তু তাঁদের বাবা-মায়ের নাম তালিকায় থাকে, তাহলে তাঁদেরও কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত SIR-এর ভোটার তালিকা http://voters.eci.gov.in-এ যে কেউ দেখতে পাবেন এবং তাঁরা নিজেরাই এটি মেলাতে পারবেন।"






















