এক্সপ্লোর
স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে সিট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের
বিচারপতি আর ভানুমতী ও এএস বোপান্না অভিযোগকারিনী ও তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলার জন্য তাঁদের শুক্রবার দিল্লিতে ডেকে পাঠান। অভিযোগকারিনীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। তারপর ওই বেঞ্চ উত্তরপ্রদেশের মুখ্য সচিবকে ঘটনার তদন্তের জন্য একটি স্পেশ্যাল পুলিশ টিম গঠন করার নির্দেশ দেয়।

নয়াদিল্লি: প্রাক্তন বিজেপি সাংসদ ও মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তদন্ত করবে উত্তরপ্রদেশের স্পেশ্যাল পুলিশ দল বা সিট। সুপ্রিম কোর্টের নির্দেশেই ইন্সপেকটর জেনারেল পদের এক পুলিশকর্তার নেতৃত্বে গঠিত হয়েছে এই স্পেশ্যাল পুলিশ টিম। বিচারপতি আর ভানুমতী ও এএস বোপান্না অভিযোগকারিনী ও তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলার জন্য তাঁদের শুক্রবার দিল্লিতে ডেকে পাঠান। অভিযোগকারিনীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। তারপর ওই বেঞ্চ উত্তরপ্রদেশের মুখ্য সচিবকে ঘটনার তদন্তের জন্য একটি সিট গঠন করার নির্দেশ দেয়। অন্যদিকে অভিযোগকারিনীকে আরও দশদিন অল ইন্ডয়া উওম্যান’স কনফারেন্স-এ থেকে যেতে বলে। উত্তরপ্রদেশের মুখ্যসচিবকে আদালতের স্পষ্ট নির্দেশ, মেয়েটির পরিবার যেন তাঁদের গ্রাম শাহজানাবাদে ফিরে যাবার পর যথেষ্ট সুরক্ষা পায়। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে একটি পাল্টা অভিযোগও দায়ের হয়েছে চিন্ময়ানন্দের সংস্থার তরফে। তাতে বলে হয়েছে, অভিযোগকারিনী তাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। শীর্ষ আদালতের নির্দেশ, ওই বিশেষ পুলিশ দল (সিট) যেন দুটি অভিযোগেরই স্বচ্ছভাবে তদন্ত করে। তাছাড়া ইলাহবাদ হাইকোর্টের মুখ্য বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন একটি স্পেশ্যাল বেঞ্চ গঠন করেন, এই তদন্তের অগ্রগতির উপর নজর রাখার জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















