Maharashtra Fire:বছরের শেষ দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের কারখানায়, নিহত ৬
India News:বছরের শেষ দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মহারাষ্ট্রে প্রাণ হারালেন ৬ জন। রবিবার সকালে, হাতের দস্তানা তৈরির একটি কারখানায় আগুন লাগে। তাতেই ৬ জনের মৃত্যু হয়, বলে দাবি স্থানীয় প্রশাসনের।
কলকাতা: বছরের শেষ দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মহারাষ্ট্রে (Maharashtra Factory Fire) প্রাণ হারালেন ৬ জন। রবিবার সকালে, হাতের দস্তানা তৈরির একটি কারখানায় আগুন লাগে। তাতেই ৬ জনের মৃত্যু হয়, বলে দাবি স্থানীয় প্রশাসনের। ছত্রপতি শম্ভাজিনগরে ঘটনাটি ঘটে।
যা জানা গেল...
রাত তখন গভীর। ঘড়ির কাঁটায় সওয়া দুটো বাজে। হঠাৎই কারখানায় আগুন লাগে। মোহন আগাসে নামে এক দমকলকর্মী পরে সংবাদসংস্থা এএনআইকে বলেন, 'আমাদের কাছে রাত সওয়া দুটো নাগাদ ফোন এসেছিল। যখন ঘটনাস্থলে পৌঁছই, তখন গোটা কারখানা দাউদাউ করে জ্বলছে।' স্থানীয়রাই তাঁদের জানান, অন্তত ৬ জন কারখানার ভিতর আটকে রয়েছেন। তবে দমকলকর্মীরা যতক্ষণে ভিতরে ঢুকতে পারেন, ততক্ষণে সব শেষ। ৬ জনের নিথর দেহ পড়েছিল কারখানার ফ্লোরে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই ছিল যে, আগুন নেভানোর কাজ সকাল পর্যন্ত চলেছে।
কারখানারই এক কর্মী জানান, যখন আগুন লাগে তখন সেখানে অন্তত ১০-১৫ জন ঘুমোচ্ছিলেন। এমনিতে কারখানা বন্ধ ছিল। ফলে চত্বরে নিশ্চিন্তেই ঘুমোচ্ছিলেন তাঁরা। হঠাৎ আগুন লাগে। কোনও ক্রমে তাঁদের বেশ কয়েকজন পালাতে পারলেও ৬ জন আটকে পড়েন। ওই ৬ জনকেই আর উদ্ধার করা গেল না। কিন্তু কী থেকে লাগল আগুন? সেটা বেলা পর্যন্ত স্পষ্ট হয়নি। তদন্ত চলছে।
মুম্বইয়ে অগ্নিকাণ্ড...
গত অক্টোবরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকে মুম্বই। নির্দিষ্ট করে বললে, গোরেগাঁওয়ের একটি বহুতলে ঘটনাটি ঘটে। তাতে আগুন লেগে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। মুম্বই পুলিশ সূত্রে খবর, জখম হন ৩৯ জনেরও বেশি আবাসিক। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় ১২ দমকলের ইঞ্জিন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কুলিং প্রক্রিয়াও শুরু হয়। তবে মুম্বই পুলিশ সূত্রে তখনই জানা গিয়েছিল, জখমদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। গোরেগাঁও পশ্চিমে জয় ভবানীভবনে ভয়াবহ আগুনের স্মৃতি আজকের ঘটনার পর অনেকেরই পর স্মৃতিতে টাটকা।
অন্য দিকে, অমৃতসরের ওষুধের কারখানাতেও বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে। তাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর, এই কারখানায় প্রায় ১৬০০ শ্রমিক কাজ করতেন। কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। ৮ ঘণ্টার লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:২০২৩ সালে কী শিক্ষা পেয়েছেন? সোশ্য়াল মিডিয়ায় জানালেন অনুপম