এক্সপ্লোর
ইতালিতে করোনায় ১ দিনে মৃত ১৩৩, ঘরবন্দি দেড়কোটি মানুষ
বন্ধ রাখা হয়েছে দেশের যাবতীয় সিনেমাহল, থিয়েটার, অপেরা হাউস। এক সরকারি ওয়েবসাইট জানাচ্ছে, করোনার জেরে ইতালির দেড়কোটি মানুষ আপাতত গৃহবন্দি।

নয়াদিল্লি: করোনাভাইরাস ভয়াবহ চেহারা নিয়েছে ইতালিতে। শুধু একদিনেই সেখানে এই রোগে মারা গিয়েছেন ১৩৩ জন। একদিনে ১৪৯২টি নতুন করোনা সংক্রমণের খবর এসেছে। সিনেমাহল, থিয়েটার, অপেরা হাউস সহ বেশিরভাগ জনবহুল জায়গা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ইতালি কাঁপছে করোনার ত্রাসে। দেশের সরকার ২ কোটির বেশি নতুন মুখোশের অর্ডার দিয়েছে। চিনের পর ইতালিতেই সব থেকে বেশি প্রভাব ফেলেছে করোনা, এখানে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৩৬৬, করোনায় ভুগছেন ৭৩৭৫ জন। বেশিরভাগ মৃত্যু হয়েছে লোম্বার্ডি শহরে, পরিস্থিতি দেখে সমস্ত জনবহুল এলাকা থেকে মানুষকে দূরে থাকার জন্য সতর্কতা জারি করেছে ইতালি সরকার। এ ধরনের সব জায়গাকে স্যানিটাইজ করা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে দেশের যাবতীয় সিনেমাহল, থিয়েটার, অপেরা হাউস। এক সরকারি ওয়েবসাইট জানাচ্ছে, করোনার জেরে ইতালির দেড়কোটি মানুষ আপাতত গৃহবন্দি। স্কুল, নাইট ক্লাব, ক্যাসিনো আর পাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী জুসেপ্পি কঁতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















