![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sonali Guha Rejoin TMC: ‘আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন’, মমতাকে খোলা চিঠি সোনালি গুহর
উল্লেখ্য, সোনালি গুহ সাতগাছিয়ার চারবারের বিধায়ক। এবারের নির্বাচনে তাঁকে দল টিকিট দেয়নি। এরপর দলনেত্রী তথা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কেঁদেও ফেলেছিলেন তিনি। এরপর বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
![Sonali Guha Rejoin TMC: ‘আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন’, মমতাকে খোলা চিঠি সোনালি গুহর Sonali Guha writes open letter to CM Mamata Banerjee admits mistakes expresses desire to rejoin TMC Sonali Guha Rejoin TMC: ‘আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন’, মমতাকে খোলা চিঠি সোনালি গুহর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/22/fff5679fc60c0b337dc0fbc528174b19_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দল ছাড়ার জন্য এবার চিঠি লিখে দুঃখপ্রকাশ তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোনালি গুহর। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে খোলা চিঠি সোনালির।চিঠিতে তিনি লিখেছেন, ‘আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ জল ছাড়া বাঁচে না, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আমি ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমা করে দিন। বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।’এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনালি গুহ।
সোনালির অভিযোগ, বিজেপির পক্ষ থেকে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে বলা হয়েছিল। সেটা তাঁর পক্ষে করা সম্ভব নয় বলেও জানিয়েছেন সোনালি।
উল্লেখ্য, সোনালি গুহ সাতগাছিয়ার চারবারের বিধায়ক। এবারের নির্বাচনে তাঁকে দল টিকিট দেয়নি। এরপর দলনেত্রী তথা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কেঁদেও ফেলেছিলেন তিনি। এরপর বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
এদিন তিনি বলেছেন, বুঝতে পেরেছেন যে, ভুল করেছিলেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপি নেতৃত্বকে দল ছাড়ার বিষয়টি জানানোর প্রয়োজনও মনে করছেন না তিনি।
টিকিট না পাওয়ার পর সোনালি বলেছিলেন, দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। ভালোই সম্মান পেলাম। তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমি মমতাদির বাড়ির লোক ছিলাম। মমতাদি এটা করতে পারেন, বিশ্বাস করতে পারছি না। কান্নায় ভেঙে পড়ে বললেন, দিদি যেন এবারও মুখ্যমন্ত্রী হতে পারেন। একবার আমাকে দিদি ডেকে বলতে পারত যে এবার তোকে টিকিট দিচ্ছি না। এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকায় নাম না থাকায় আবেগ-ক্ষোভ, কোনওটাই চেপে রাখতে পারেননি, একদা তাঁর ছায়াসঙ্গী সোনালী গুহ।
গত ৮ মার্চ হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পদ্ম-পতাকা হাতে তুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালি গুহ। ভোট শেষ হয়েছে,এবার 'ঘরে' ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন সোনালি গুহ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)