Sonia Gandhi attacks BJP : জনবিরোধী কার্যকলাপে প্রশ্রয় দিচ্ছে কেন্দ্র, কৃষকদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে ; তোপ সনিয়ার
কৃষি আইন নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। কেন্দ্রীয় সরকার জনবিরোধী কার্যকলাপে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নিউ দিল্লি : কৃষি আইন নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। কেন্দ্রীয় সরকার জনবিরোধী কার্যকলাপে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, কৃষকদের ভবিষ্যৎ নিয়ে খেলছে কেন্দ্র। ওঁদের স্বার্থবিরোধী কাজ করা হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে ছত্তীসগড়ের কংগ্রেসি সংরকারের প্রশংসা করেন তিনি। বলেন, আর্থিকভাবে শক্তিশালী করে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করছে ছত্তীসগড় সরকার। মূলত কৃষকদের জীবনে। এই মর্মে তিনি ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে একটি চিঠি লিখেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের দুটি প্রকল্পের আওতায় ছত্তীসগড়ের কৃষক ও গবাধি পশুর পালকদের ক্যাশ প্রদান অনুষ্ঠানে ওই চিঠি পড়ে শোনান মুখ্যমন্ত্রী। চিঠিতে সনিয়া বলেছেন, এই উদ্যোগ প্রকৃত অর্থে রাজীব গাঁধীকে শ্রদ্ধার্ঘ্য।
চিঠিতে সনিয়া লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে যখন কেন্দ্রের বিজেপি সরকার জনবিরোধী কাজ করছে, আইন এনে কৃষকদের ভবিষ্যৎ নিয়ে খেলছে ও কৃষকদের স্বার্থবিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে তখন আমি এটা ভেবে সন্তুষ্ট হচ্ছি যে ছত্তীসগড়ের কংগ্রেস সরকার সব নির্বাচনী প্রতিশ্রুতি পালন করছে। বাঘেলের নেতৃত্বাধীন সরকার ক্রমাগত সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করছে। মূলত আর্থিকভাবে শক্তিশালী করে আমাদের "অন্নদাতা"-দের জীবনে পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে।
তাঁর সংযোজন, রাজীব গাঁধী সব সময় সাধারণ মানুষের স্বার্থের বিষয়টি নিজের চিন্তা ও সংকল্পে রাখতেন। তিনি কৃষক, কর্মী, আর্থিকভাবে পিছিয়েপড়া মানুষকে শক্তিশালী ও খুশি দেখতে চাইতেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে ছত্তীসগড় সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাতে তাঁকে প্রকৃত অর্থে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে।
এই উপলক্ষে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় AICC-র ছত্তীসগড়ের ইন-চার্জ পি এল পুনিয়া কেন্দ্রকে একহাত নেন। বলেন, "কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট। কিন্তু, ছত্তীসগড় সরকারের অগ্রাধিকার হচ্ছেন কৃষক ও গবাধি পশু পালকরা। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার একাধিক বড় প্রকল্প স্থগিত রেখেছে। তার পরিবর্তে ক্যাশ দিচ্ছে কৃষকদের। যাতে কৃষকদের নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে।"