এক্সপ্লোর
সরি ভারতমাতা: ৩ ব্যক্তির হাতে নিগ্রহ, দেশমাতৃকার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যা করলেন পুনের ১৭ বছরের তরুণী
৩ অভিযুক্তের নামও তিনি লিখে গিয়েছেন সুইসাইড নোটে।
![সরি ভারতমাতা: ৩ ব্যক্তির হাতে নিগ্রহ, দেশমাতৃকার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যা করলেন পুনের ১৭ বছরের তরুণী Sorry Bharat Mata: Harassed by 3 men, Pune Army aspirant ends life, apologises to nation in suicide note সরি ভারতমাতা: ৩ ব্যক্তির হাতে নিগ্রহ, দেশমাতৃকার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যা করলেন পুনের ১৭ বছরের তরুণী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/14143249/suicide.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পুনে: ১৭ বছরের মেয়েটি সেনায় যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু স্বপ্ন পূর্ণ হল না। তার আগেই আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ৩ জন তাঁকে নাগাড়ে উত্যক্ত করত। তাদের হাত থেকে বাঁচতে তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
মৃত তরুণীর বাড়ি মহারাষ্ট্রের পান্ধারপুরে। ৭ তারিখ সকালে বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তিনদিন পর তাঁর একটি নোটবুক থেকে উদ্ধার হয় তাঁর সুইসাইড নোট। তাতে ভারতমাতা ও নিজের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। লিখেছেন, সেনার ইউনিফর্ম ও জাতীয় পতাকা সম্বলিত ব্যাজ পরার আকাঙ্খা তাঁর অপূর্ণই রয়ে গেল। ৩ অভিযুক্তের নামও তিনি লিখে গিয়েছেন সুইসাইড নোটে। লিখেছেন, এক অভিযুক্ত একদিন তাঁর হাত ধরে, হুমকি দেয় কাউকে এ ব্যাপারে কিছু না বলতে। মেয়েটি জানিয়েছেন, ওই তিনজন ক্রমাগত তাঁর উদ্দেশে অশ্লীল মন্তব্য করত। ফলে তিনি হতাশায় ভুগছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)