South 24 Paragana Rain : টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার জনজীবন, জলমগ্ন বিভিন্ন রাস্তাঘাট-বাজার; দুর্ভোগ দুই মেদিনীপুরেও
জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সহ নীচু এলাকায় বৃষ্টির জমা জলে নাজেহাল জনজীবন। সকাল থেকে মানুষ গৃহবন্দী। রাস্তায় যানবাহনের দেখা নেই। দোকানপাট অধিকাংশ বন্ধ। আজ দিনভর দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
জয়দীপ হালদার, ডায়মন্ড হারবার(দক্ষিণ ২৪ পরগনা) : নিম্নচাপের জেরে অবিরাম ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে। ফলে, বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। এর জেরে জেলার সুন্দরবন উপকূলে নদী ও সমুদ্র বাঁধের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যে জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সহ নীচু এলাকায় বৃষ্টির জমা জলে নাজেহাল জনজীবন। সকাল থেকে মানুষ গৃহবন্দী। রাস্তায় যানবাহনের দেখা নেই। দোকানপাট অধিকাংশ বন্ধ। আজ দিনভর দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই অতিভারী বৃষ্টির ফলে সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
গতকাল সন্ধেয় টর্নেডোর প্রভাবে ভারী বৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকায়। গতকাল রাত থেকে অঝোরে বৃষ্টি হওয়ার ফলে ক্যানিং মহকুমায় জলের তলায় বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে সরকারি অফিস, বাজার এবং সড়কপথ। বিভিন্ন মাঠ জলের তলায় চলে গেছে। এমনকী বিভিন্ন বাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছে মানুষজন। ক্রমাগত বৃষ্টির ফলে এলাকায় দৈনন্দিন জীবন থেকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। এছাড়া মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় ১ মিনিটের টনের্ডোয় লন্ডভন্ড হয়ে যায় হিঙ্গলগঞ্জ। বহু গাছ, বিদ্যুতের খুঁটি, টাওয়ার উপড়ে পড়ে।
এদিকে গতকাল প্রবল বৃষ্টিপাত হয় দুই মেদিনীপুর জেলাতেও। গতকাল রাতে বৃষ্টির জেরে খড়গপুর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। খড়গপুর পৌরসভার অন্তর্গত কৌশল্যা মোড়, পুরাতন বাজার, আনন্দনগর, মালঞ্চ, ঝুলি, মিরপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। কৌশল্যা এলাকায় জল জমার জন্য বিভিন্ন দোকান ও ঘর বাড়িতে জল ঢুকে গেছে।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও গতকাল সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে যাচ্ছে। এখনও বৃষ্টি চলছে।
উল্লেখ্য, ভারী বৃষ্টির জেরে সুন্দরবন উপকূলে নদী ও সমুদ্র বাঁধের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এই বিপদের কথা আগাম আঁচ করেই সুন্দরবনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল দক্ষিণ ২৪ পরগনায় ৫ কোটি ম্যানগ্রোভের বাদাবন গড়ে তোলা হবে। কারণ বাদাবন থাকলে তবেই নদী ও সমুদ্রবাঁধ বাঁচবে। আর বাঁধ বাঁচলে সুন্দরবন বাঁচবে। সোমবার বিশ্ব ম্যানগ্রোভ দিবসের মূল অনুষ্ঠান হয় ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ডে। এখানে বঙ্গোপসাগরের চরে ম্যনগ্রোভ রোপণ করেন সুন্দরবন দফতরের মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক পি উলগানাথন, জেলার মুখ্য বনপাল মিলন মণ্ডল-সহ আন্যান্য আধিকারিকরা। এই দিনটিকে ‘ম্যানগ্রোভ লাগাও সুন্দরবন বাঁচাও’স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন পালন করে। জেলার সুন্দরবনের ১৩টি ব্লকে ৫ লক্ষ ম্যানগ্রোভ চারা লাগিয়ে দিনটি পালন করা হয়।