এক্সপ্লোর
Masan Holi : রং, আবির নয় ; চিতার ছাই দিয়ে হোলি খেলা হয় এখানে
Varanasi Masan Holi : ভারতের বেশিরভাগ অংশ যখন রং দিয়ে হোলি খেলে, বারাণসীতে খেলা হয় মাসান হোলি। যেখানে শিব ভক্তরা রঙের পরিবর্তে চিতার ছাই দিয়ে হোলি খেলে এখানে।
চিতার ছাই দিয়ে খেলা হয় এই হোলি
1/8

Holi 2025 : এখানে হোলি উৎযাপনের নাম এক থাকলেও উপকরণ থাকে আলাদা। ভারতের বেশিরভাগ অংশ যখন রং দিয়ে হোলি খেলে, বারাণসীতে খেলা হয় মাসান হোলি। যেখানে শিব ভক্তরা রঙের পরিবর্তে চিতার ছাই দিয়ে হোলি খেলে এখানে। বলা হয়, এই হোলির ভাবনা ভগবান শিব ও জীবন-মৃত্যুর ধারণার সঙ্গে জড়িত।
2/8

বারাণসীতে এই হোলি খেলা হয় আবির ও অন্য রং দিয়ে নয়, চিতার ছাই দিয়ে। কাশীর এই হোলিকে মাসান কি হোলি বা মাসান হোলি বলা হয়। বেনারসের হরিশচন্দ্র ঘাটে মহাশ্মশান নাথের আরতির পর শুরু হয় 'মাসান কি হোলি'।
3/8

মণিকর্ণিকা ঘাটে 'হর-হর মহাদেব'-এর স্তোত্রে উৎযাপন করা হয় এই হোলি। যেখানে সাধু ও শিব অনুগামীরা মাসান হোলির দিনে ভগবান শিবের কাছে প্রথমে প্রার্থনা করে। পরে তারা চিতার ছাই দিয়ে হোলি খেলে। দীর্ঘ সময় ধরে চলে এই হোলি।
4/8

ধর্মীয় বিশ্বাস মতে অনেকেই মনে করেন, চিতার ছাই দিয়ে হোলি খেললে ভগবান শিবের সমৃদ্ধি ও আশীর্বাদ পাওয়া যায়। সেই অনুযায়ী প্রতি বছর বারাণসীতে মাসান হোলি খেলা হয়। সেখানেই জমে সাধু-সন্তদের ভিড়।
5/8

চলতি বছরে ১১ মার্চ বারাণসীতে মাসন হোলি পালন করা হয়েছে। বারাণসীতে রংভরি একাদশীর দিন থেকে হোলির উৎসব শুরু হয়। রংভরি একাদশী থেকে পূর্ণ ৬ দিন ধরে এখানে হোলি খেলা হয়।
6/8

রংভরি একাদশীর দ্বিতীয় দিনে পালিত হয় মসন হোলি। ধর্মীয় বিশ্বাস মতে, ভগবান শিব তার ভক্তদের সঙ্গে কাশীর হরিশচন্দ্র ও মণিকর্ণিকা ঘাটে মাসান হোলির দিনে একটি অস্বাভাবিক হোলি খেলেন।
7/8

বারাণসীর মণিকর্ণিকা ঘাট ও হরিশচন্দ্র ঘাটে মাসান হোলি উদযাপন করা হয়। প্রকৃত হোলি উৎসবের কয়েকদিন আগে চলে এই উৎসব। শিবের উপাসক, অঘোরি সাধুদের জন্য পর্যটকদের আকর্ষণ করে মসান হোলি।
8/8

স্থানীয় লোকজন জানান, তাদের পূর্ব পুরুষদের আমল থেকে এই ঘটনা দেখে আসছেন তারা। তাদের বিশ্বাস, রংভরি একাদশীর দিন সর্বপ্রথম ভগবান বিশ্বনাথ কাশী বিশ্বনাথ মন্দিরে হোলি খেলেন।
Published at : 13 Mar 2025 10:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























