এক্সপ্লোর
Supersolid Light: Supersolid আকার পেল আলো, না কঠিন, না তরল, বিজ্ঞানের জগতে বিপ্লব
Scientists Freeze Light: বিজ্ঞানের জগতে বিপ্লব ঘটে গেল। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

চোখে পড়ে যদিও, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। আলোর সঙ্গে এতদিন মানুষের এই সমীকরণই ছিল পৃথিবীতে।
2/10

কিন্তু সমস্ত ধ্যানধারণা ভেঙে চুরমার করে দিলেন বিজ্ঞানীরা। আলোকে Supersolid আকার দিয়ে, আলোর কণাকে ঘনীভূত করে ঘটালেন বিপ্লব।
3/10

ইতালির বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করলেন। ৫ মার্চ Nature Journal-এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, যা সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে।
4/10

পৃথিবীতে পদার্থকে নানা অবস্থায় পাওয়া যায়। কোনওটি কঠিন, কোনওটি তরল, কোনওটি আবার গ্যাস অথবা প্লাজমা।
5/10

কঠিন অবস্থায় পদার্থের অণুগুলি পরস্পরের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্টে বেঁধে থাকে। ফলে নির্দিষ্ট আকার থাকে। তরল অবস্থায় আবার অণুগুলি আলগা অবস্থায় থাকে। ফলে নির্দিষ্ট কোনও আকার হয় না তরলের। গ্যাসের ক্ষেত্রে আবার অণুগুলি পরস্পরের থেকে দূরে থাকে। তাদের মধ্যে আকর্ষণ অনেক কম।
6/10

আলোকে বিজ্ঞানীরা Supersolid অবস্থায় আনতে সফল হয়েছেন, যা পদার্থের এমন একটি অবস্থা, যেখানে পদার্থ তরলের মতো প্রবাহিত হলেও দেখতে হয় কঠিনের মতো।
7/10

এতদিন পর্যন্ত কিছু ঠান্ডা গ্যাসের এই Supersolid অবস্থা চাক্ষুষ করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু পদার্থবিদ Antonio Gianfate এবং Davide Nigro আলোকে Supersolid অবস্থায় আনতে সফল হয়েছেন।
8/10

কিন্তু আলোকে কী করে এই অবস্থায় নিয়ে এলেন বিজ্ঞানীরা? এক্ষেত্রে Bose-Einstein Condensate পদ্ধতি অবলম্বন করেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে ০ ডিগ্রি তাপমাত্রায় অণুগুলি একটি ইউনিট হিসেবে প্রবাহিত হচ্ছিল।
9/10

সেই অবস্থায় আলোর কণা বা ফোটনগুলি একত্রিত হয়ে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সেই থেকেই Supersolid অবস্থায় পরিণত হয়।
10/10

ঘনত্বের নিরিখে আলোর কণাগুলির স্থানিক সামঞ্জস্য Supersolid অবস্থায় নিয়ে আসে আলোকে। Supersolid অবস্থা আসলে তরলও নয় আবার কঠিনও নয়, থকথকে অথচ অবিন্যস্ত নয় এমন এক অবস্থা। কাপে রাখা তরল চায়ে যদি চামচ ঘোরান, সেক্ষেত্রে একসময় তরলটি স্থির হয়ে যাবে। কিন্তু Supersolid অবস্থায় প্রবাহ চলতেই থাকবে। অর্থাৎ দেখতে কঠিন ক্রিস্টালের মতো, কিন্তু ভিতরের অংশ তরলের মতো, তবে পুরোপুরি তরল নয়, বরং থকথকে। আকার রয়েছে। তবে আলো একটি শক্তি, Supersolid অবস্থাতেও ছুঁয়ে দেখা যাবে না।
Published at : 13 Mar 2025 09:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
