ক্যানিংয়ে গুলিবিদ্ধ ৩ তৃণমূল কর্মী, আটক তিন দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র
ঘটনায় যোগ রয়েছে বিজেপির, অভিযোগ তৃণমূল নেতৃত্বের, শাসকদলের গোষ্ঠীকোন্দলের জের, প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের

দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের জীবনতলায় গুলি। গুলিবিদ্ধ ৩ তৃণমূল কর্মী। এদের মধ্যে আশঙ্কাজনক ২। গুলিবিদ্ধ তিনজনই ভর্তি এসএসকেএমে। ঘটনায় আটক তিন দুষ্কৃতী। উদ্ধার আগ্নেয়াস্ত্র। আটক দুষ্কৃতীরা হুগলির বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃত বিশাল দাস নামে কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে ১০ অক্টোবর চুঁচুড়ায় একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ক্যানিংয়ে গা ঢাকা দিয়েছিল বিশাল।
গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ জীবনতলার কুড়িয়াভাঙায় গুলি চলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, দিনসাতেক আগে স্থানীয় বাসিন্দা কুতুবউদ্দিন শেখের বাড়িতে আশ্রয় নেয় তিন বহিরাগত। অভিযোগ, দুষ্কৃতী জমায়েতের খবর পেয়ে গতকাল গ্রামবাসীরা ওই বাড়িতে খোঁজ নিতে যাওয়ায়, বহিরাগতরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই গুলিবিদ্ধ হন তিন তৃণমূল কর্মী।
নেতৃত্বের কাউকে হত্যার ষড়যন্ত্র, ঘটনায় যোগ রয়েছে বিজেপির, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জের, প্রতিক্রিয়া বিজেপির।
মোটর ভ্যানে চড়ে পালানোর সময় আজ সকালে স্থানীয়দের হাতে আটক হয় তিন দুষ্কৃতী। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।






















