Sovandeb Chattopadhyay Viral Video : 'পাড়ার লোক যেন না বলে ক্লাবে রাতে জুয়া খেলা হয়' প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ শোভনদেবের
Sovandeb Chattopadhyay Viral Video : ' রাতের বেলায় ক্যারম খেলুন, তাস খেলুন, দাবা খেলুন আমার আপত্তি নেই। কিন্তু, পাড়ার লোক যেন না বলে এই ক্লাবে রাত্রি বেলায় রোজই জুয়া খেলা হয়।' ক্ষোভ প্রকাশ
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ক্লাবে বসছে জুয়া-মদের আসর। এই অভিযোগের প্রেক্ষিতে খড়দার (Kharda) বিলকান্দায়, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ( Sovandeb Chattopadhyay)। দিলেন কড়া বার্তা। ভাইরাল (viral video) সেই ভিডিও।
রবিবার, উত্তর ২৪ পরগনার বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রনগরে পৌঁষ মেলার অনুষ্ঠানে অংশ নেন এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই, ক্লাবে অসামাজিক কাজকর্মের অভিযোগ নিয়ে কড়া বার্তা দেন তিনি। ভাইরাল হয়েছে সেই ভিডিও!
আরও পড়ুন :
করোনার টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে, প্রচারে বললেন মমতা
শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ' রাতের বেলায় ক্যারম খেলুন, তাস খেলুন, দাবা খেলুন আমার আপত্তি নেই। কিন্তু, পাড়ার লোক যেন না বলে এই ক্লাবে রাত্রি বেলায় রোজই জুয়া খেলা হয়। রাত্রি বেলায় এখানে মদের আসর বসানো হয়। ক্লাব মানে সত্যিকারের ক্লাব করুন। এই যে বিকেল বেলায় যে ছেলেগুলোকে ট্রেনিং দেবেন, এই ছেলেগুলো এখান দিয়ে রাত্রি বেলা যাবে, দেখবে ক্লাবের মধ্যে বসে অসামাজিক কাজ হচ্ছে, এরা কিন্তু কেউ ভালো ভাবে নেবে না ব্যাপারটাকে। এরা কিন্তু ভালো শিক্ষা পাবে না। কারণ, এই প্রজন্মের হাতেই কিন্তু আগামীদিনের ভবিষ্যত।'
মন্ত্রীর ক্ষোভ ও কড়া বার্তায় অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও লোটাস ইয়ং সেন্টার-এর সভাপতি তপন দে যদিও বলেন, তাঁদের ক্লাবে এইসব হয় না। স্থানীয় তৃণমূল নেতা সজল দাসের বক্তব্য, 'উনি কোনও ভাবে জানতে পারেছেন, সেই জন্য বলেছেন। উনি রাজ্যের মন্ত্রী, যা বলবেন তাই করা হবে'
লোকসভা ও বিধানসভা নির্বাচনে খড়দার বিলকান্দা এলাকায় পিছিয়ে থাকলেও, উপনির্বাচনে ৮ হাজারের বেশি ভোটে লিড পেয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্লাবে জুয়া-মদের আসর বসানোর অভিযোগের প্রেক্ষিতে বার্তা দিয়ে দলের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করেছেন মন্ত্রী