SpiceJet News: ‘এসি চলছে না কেন’? জোর করে ককপিটে ঢোকার চেষ্টা, বিমান ঘুরিয়ে ফিরে এলেন পাইলট, টেনে নামানো হল ২ যাত্রীকে
SpiceJet Flight Ruckus: সোমবার দিল্লি থেকে মুম্বই যাওয়ার পথে স্পাইস জেটের একটি বিমানে এই ঘটনা ঘটে।

নয়াদিল্লি: বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিকঠাক চলছিল না বলে অভিযোগ। সেই নিয়ে হুলস্থুল কাণ্ড বাধল। ঠিক উড়ানের মুহূর্তে ককপিটের দিকে ছুটে গেলেন দুই যাত্রী। জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করলেন তারা। সেই নিয়ে এতটাই তেতে উঠল পরিস্থিতি যে রানওয়ে থেকে ফেরাতে হল বিমান। প্রায় সাত ঘণ্টা পর ফের আবার উড়ল আকাশে। (SpiceJet Flight Ruckus)
সোমবার দিল্লি থেকে মুম্বই যাওয়ার পথে স্পাইস জেটের একটি বিমানে এই ঘটনা ঘটে। বিমানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিকঠাক কাজ করছিল না বলে অভিযোগ। সেই নিয়ে যাত্রীদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রানওয়ের দিকে বিমান যখন ছুটতে শুরু করেছে, সেই সময় জোর করে ককপিটে ঢুকতে যান দুই যাত্রী। ফলে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। (SpiceJet News)
সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার ভিডিও সামনে এসেছে। দেখা গিয়েছে, দু’জন জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করছে। যাত্রীদের মধ্য়ে কিছু জন আবার বিরক্তিও প্রকাশ করেন। তাঁদের বলতে শোনা যায়, “এভাবে বিমান দাঁড় করানো যায় না। বেআইনি কাজ করছেন আপনারা।” ওই দুই যাত্রী পাল্টা বলেন, “এসি চালিয়ে দে, আমরা বসে পড়ব।”
Two unruly passengers were removed from a #SpiceJet flight at the #IGI airport on Monday after they attempted to force their way into the cockpit while the aircraft was taxiing for takeoff.
— Matrize News Communications Pvt. Ltd (@Matrize_NC) July 15, 2025
The flight, SG 9282, was scheduled to depart for Mumbai at 12:30 pm but was delayed by… pic.twitter.com/ckuXKhUcqx
চলমান বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করায় ওই দুই ব্যক্তির উপর চটেও যান অনেকে। বিমানকর্মীদের তাঁরা CISF-কে ডাকতে অনুরোধ জানান। হাঙ্গামাকারীদের বিমান থেকে নামিয়ে দিতে বলেন বার বার। তাঁদের বলতে শোনা যায়, “যারা যেতে চায় না, তাদের নামিয়ে দিন।”
Flight Radar 24 জানিয়েছে, স্পাইস সেটের S9282 বিমানে এই ঘটনা ঘটে। দুপুর ১২.৩০টা নাগাদ দিল্লি থেকে ওড়ার কথা ছিল বিমানটির। কিন্তু ঝামেলার জেরে শেষ পর্যন্ত সন্ধে ৭টা বেজে ২১ মিনিটে আকাশে ওড়ে। মুম্বই পৌঁছয় রাত ৯টা বেজে ৫ মিনিটে।
এই ঘটনায় বিবৃতি প্রকাশ করে স্পাইস জেট জানিয়েছে, দুই অবাধ্য় যাত্রী অশান্তি বাধিয়েছিলেন। রানওয়ের দিকে বিমান যখন ছুটতে শুরু করেছে, সেই সময় ককপিটে ঢোকার চেষ্টা করেন। বার বারা অনুরোধ করা সত্ত্বেও আসনে ফিরে যাননি। এতে বিমানের মুখ ঘুরিয়ে ফিরে আসেন পাইলট। ওই দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়, তুলে দেওয়া হয় CISF-এর হাতে।






















