এক্সপ্লোর
Advertisement
রাশিয়া প্রতি মাসে তৈরি করবে ৬০ লক্ষ করোনা টিকা, বলছে রিপোর্ট
স্পুটনিক ফাইভ নামে টিকাটি তৈরি করেছে মস্কোর গামালেয়া ইনস্টিটিউট, আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে তার তৃতীয় দফার পরীক্ষা।
মস্কো: কদিন আগে রাশিয়া দাবি করেছে, তারা তৈরি করেছে বিশ্বের প্রথম করোনা টিকা। এবার শোনা যাচ্ছে, তারা প্রতি মাসে এই টিকার ৬০ লাখ ডোজ বাজারে আনতে চলেছে।
এক রুশ সংবাদ মাধ্যম রাশিয়ার শিল্পমন্ত্রী ডেনিস মান্তুরভকে উদ্ধৃত করে দাবি করেছে, এ বছরের শেষ পর্যন্ত প্রতি মাসে পনেরো থেকে কুড়ি লাখ ডোজ করোনা টিকা উৎপাদন করা হবে। তারপর বাড়তে বাড়তে তা হবে মাসে ৬০ লাখ।
যদিও রাশিয়ার এই করোনা টিকার এখনও সম্পূর্ণ ট্রায়াল শেষ হয়নি, তাই বিশেষজ্ঞরা সন্দিহান, আদৌ তার কার্যক্ষমতা কতটুকু, তা নিয়ে। রাশিয়া অবশ্য দাবি করেছে, তাদের টিকা পুরোপুরি নিরাপদ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের ওপরেও এই টিকা প্রয়োগ করেছে তারা। স্পুটনিক ফাইভ নামে টিকাটি তৈরি করেছে মস্কোর গামালেয়া ইনস্টিটিউট, আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে তার তৃতীয় দফার পরীক্ষা।
গত সপ্তাহে রাশিয়া বলেছে, এই স্পুটনিক ফাইভ উৎপাদনের জন্য ভারতের সঙ্গে পার্টনারশিপে যেতে চায় তারা। রুশ ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রিয়েভ এই ঘোষণা করেছেন। তাঁর দাবি, ভারত ছাড়া লাতিন আমেরিকা, এশিয়া, মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ এই টিকা উৎপাদনে আগ্রহী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement