(Source: ECI/ABP News/ABP Majha)
SSR Death Case: সুশান্ত সিংহ রাজপুতের ঘনিষ্ঠ সিদ্ধার্থ পিঠানি গ্রেফতার
আজ, শুক্রবার হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
নয়াদিল্লি: মাদক মামলায় সুশান্তের বন্ধু এবার সিদ্ধার্থ পিঠানিকে গ্রেফতার করল এনসিবি। বরাবারই প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁকে প্রথম দেখতে পান সিদ্ধার্থ পিঠানি। এমনকী পুলিশকেও তিনি খবর দিয়েছিলেন বলে জানা যায়। আজ, শুক্রবার হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সুশান্তের মৃত্যুর পরই বলিউডে মাদক যোগ সামনে আসে। তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সিদ্ধার্থ পিঠানির আগে এই মামলায় অনেককে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সিদ্ধার্থকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। জেরায় এনসিবিকে প্রয়াত অভিনেতার বন্ধু জানায়, গত বছর জানুয়ারি মাস থেকে সুশান্তের সঙ্গে বান্দ্রার অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি।
চলতি বছর এপ্রিল মাসে এনসিবি দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন সাহিল শাহ। তদন্তে নেমে এনসিবি মাদক মামলায় সাহিলের যোগ সম্পর্কে জানতে পারে এনসিবি। জানা গিয়েছে, সাহিল সুশান্তকে মাদক পাচার করতেন। ওই অ্যাপার্টমেন্টেই একটা জায়গায় থাকতেন সাহিল।
মাদকযোগের তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ অন্যান্যদের। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতই ড্রাগ নিতেন। জিজ্ঞাসাবাদে বারাবার এই দাবি করেছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, সারা আলি খান। তাঁদের দাবি ছিল, ভ্যানিটি ভ্যানে বা শুটিং শেষে মাদক নিতেন সুশান্ত। কিন্তু নিজেরা মাদক সেবন করেন না বলেই দাবি করেছেন অভিনেত্রীরা। শ্রদ্ধা জেরা দাবি করেন, সিবিডি ওয়েল ওষুধ হিসেবে ব্যবহার করতেন তিনি।
গত ১৪ জুন মুম্বইয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত এর মৃতদেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। এই মৃত্যুর পর একের পর এক তথ্য সামনে এসেছে। যতদিন গিয়েছে তত মৃত্যুর সঙ্গে জড়িয়েছে মাদকযোগের বিষয়টি। অভিনেতার বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌবিক চক্রবর্তীকে মাদকযোগের অভিযোগে গ্রেফতার করে এনসিবি। পরে অবশ্য তাঁদের জামিনও হয়ে যায়।