নাবালিকাকে ‘গণধর্ষণ’, অভিযুক্ত ২ নাবালক সহ ৩ প্রতিবেশী
জলপাইগুড়ি: ফের পরিচিতের হাতেই ‘নির্যাতিতা’ নাবালিকা! গণধর্ষণের অভিযোগ ৩ প্রতিবেশীর বিরুদ্ধে! অভিযুক্তদের মধ্যে ২ জনই নাবালক! শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাহুতবাগান এলাকায়। নির্যাতিতার পরিবারের দাবি, ওই দিন সন্ধেয় শিবরাত্রির মেলায় যাওয়ার জন্য ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী গোপাল পাল। সঙ্গে ছিল পরিচিত ২ নাবালকও। অভিযোগ, মেলা থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ করে ওই ৩ জন। অভিযোগ, মেলা থেকে ২০০ মিটার দূরে এই পানের বরজেই নাবালিকাকে নিয়ে এসে গণধর্ষণ করা হয়। রাতে কোনওমতে বাড়ি ফিরে আসে নির্যাতিতা। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয় হাসপাতালে। জলপাইগুড়ি মহিলা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। শনিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত এক নাবালককে। জলপাইগুড়ি মহিলা থানার ওসি উপাসনা গুরুঙ্গ বলেন, মূল অভিযুক্ত গোপাল পাল-সহ আরেক অভিযুক্ত পলাতক।