লিখতে না পারায় ৫ বছরের শিশুকে বেধড়ক মেরে অসুস্থ করে দিল শিক্ষক
পশ্চিম বর্ধমান: ঠিক করে লিখতে না পাওয়ার শাস্তি। ৫ বছরের শিশুকে লাঠি দিয়ে বেধড়ক মার। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। ফেরার গৃহশিক্ষক। হাতে ধরে শেখানোর জন্য বাবা-মা যে গৃহশিক্ষকের কাছে পাঠিয়েছিলেন। কচি হাতে পেন ধরে ঠিকমতো লিখতে পারেনি বলে এই একরত্তি শিশুকন্যাকে নির্দয়ভাবে মারধরের অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। লাঠির ঘায়ে ফুটফুটে শরীরে এখন কালশিটের দাগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের বড়তোড়িয়ায়। সেখানকার একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ মিশ্রর কাছে প্রাইভেট টিউশন নিত শিশুটি। তার বাবার দাবি, বৃহস্পতিবার টিউশন থেকে ফেরার সময়ই সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, লিখতে না পারায় স্যর তাকে লাঠি দিয়ে খুব মেরেছেন। কিন্তু, তাড়াহুড়োয় তখন মেয়ের কথায় বিশেষ গুরুত্ব দেননি বাবা। বাড়িতে পৌঁছনোর পর মা জামাকাপড় পাল্টাতে গিয়ে দেখেন, মেয়ের শরীর জুড়ে মারের দাগ। শিশুটির বাবার দাবি, এনিয়ে ওই গৃহশিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন। এরপরই সন্তোষ মিশ্র নামে ওই শিক্ষকের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। তবে অভিযোগ দায়েরের পর থেকে তিনি উধাও। তল্লাশি চালাচ্ছে পুলিশ। যাঁদের ওপর বাবা-মা সন্তানের ভবিষ্যত তৈরির দায়িত্ব দেন, সেই গৃহশিক্ষকদের এই রূপ অবশ্য দেখা গিয়েছে আগেও। লেকটাউনে সাড়ে তিন বছরের এক শিশুকে অরকম নৃশংসভাবে মারধর করেছিলেন গৃহশিক্ষিকা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শিউড়ে উঠেছিল সকলে। কয়েকদিনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে চার বছরের শিশুকে নিমগাছের ডাল দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে গৃহশিক্ষকের বিরুদ্ধে। রক্তাক্ত শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে হয়। নির্মম শাস্তির এই তালিকায় এবার জুড়ল আসানসোলের ঘটনা।