একাধিক ট্রেন বাতিল, হাওড়া দক্ষিণ-পূর্বে শনিবার দিনভর ভোগান্তির আশঙ্কা
বাতিল করা হয়েছে তিন জোড়া মেল-এক্সপ্রেস। সঙ্গে বাতিল হয়েছে ৬৭টি লোকাল ট্রেনও।
হাওড়া: কোচ টার্মিনালে রূপান্তরিত হচ্ছে শালিমার স্টেশন। অন্যদিকে, সাঁকরাইল ও আন্দুল স্টেশনের মাঝে তৈরি হচ্ছে রেল ওভার ব্রিজ। এর জেরে আজ হাওড়া ডিভিশনে দক্ষিণ-পূর্ব শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে শনিবার দিনভর ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।
বাতিল করা হয়েছে তিন জোড়া মেল-এক্সপ্রেস। চলবে না হাওড়া-ভুবনেশ্বর এবং হাওড়া-পুরুলিয়া ও হাওড়া-দিঘা স্পেশাল, একইভাবে বাতিল হয়েছে হাওড়া-পুরুলিয়া স্পেশাল এবং হাওড়া-দিঘা স্পেশাল। বাতিল হয়েছে ৬৭টি লোকাল ট্রেন।
এর মধ্যে রয়েছে হাওড়া থেকে সাঁতরাগাছি, খড়গপুর, মেদিনীপুর, হলদিয়া, পাঁশকুড়া শাখার বিভিন্ন ট্রেন।
সময়সূচি বদল করা হয়েছে হাওড়া-যশবন্তপুর, হাওড়া-মুম্বই CSMT, হাওড়া-আমদাবাদ, হাওড়া-এর্নাকুলাম স্পেশালের মতো চারটি দূরপাল্লার ট্রেনের।
(দেখুন তালিকা
হাওড়া-যশবন্তপুর সকাল ১০টা ৫০ মিনিটের বদলে বিকেল ৪টে ৫০ মিনিটে ছাড়বে। হাওড়া-মুম্বই CSMT দুপুর ২ টোর বদলে বিকেল ৫টা বেজে ৫ মিনিটে ছাড়বে। হাওড়া-আমেদাবাদ ছাড়বে রাত ১ টায়। যার সাধারণ সময় রাত ১১টা ৪৫ মিনিট। আর হাওড়া-এর্নাকুলাম দুপুর ২টো ৫৫ মিনিের বদলে বিকেল ৫টা ২৫ মিনিটে ছাড়বে।