এক্সপ্লোর
জলপাইগুড়িতে উচ্চমাধ্যমিকের দুদিন আগে মেধাবী ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রহস্য

জলপাইগুড়ি: নোট ফোটোকপি করাতে যাওয়ার কথা বলে বেরিয়ে জলপাইগুড়ির নতুন পাড়া এলাকা থেকে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার ২ দিন আগে মেধাবী ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় দানা বেঁধেছে রহস্য। পরিবার সূত্রে খবর, সৈকত দেব নামে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রবিবার বাংলা নোট ফোটোকপি করানোর জন্য মায়ের কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পরেই তার মোবাইল সুইচড অফ হয়ে যায় বলে দাবি। রবিবার রাতে বাড়ি না ফেরায়, গতকাল জলপাইগুড়ি কোতয়ালি থানায় নিখোঁজ ডায়েরি হয়। ছাত্রের খোঁজ পেতে এসপি-রও দ্বারস্থ হয়েছে পরিবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















