C-Voter Opinion poll কোন দল পেতে পারে কত শতাংশ ভোট? কী বলছে C Voter জনমত সমীক্ষা
সি ভোটারের দ্বিতীয় দফার সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য
কলকাতা: গতকালই ভোটের ঘণ্টা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই চূড়ান্ত তৎপরতা রাজনৈতিক দলগুলিতে।
২০১৬ বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপির ভোট শতাংশের হার বেড়েছে প্রায় ২৬ শতাংশ। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশের হার একলাফে ৪০ শতাংশে পৌঁছে গিয়েছিল।
এই প্রেক্ষিতে, আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির কেমন ফল করে তার ওপর রাজনৈতিক মহলের নজর থাকবে।
আরও পড়ুন:
কিন্তু, তার আগে, মানুষের মন বুঝতে জনমত সমীক্ষা চালিয়েছে সি ভোটার। আর সেই ওপিনিয়ন পোলে উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য।
পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪। ম্যাজিক ফিগার ১৪৮। এই পরিস্থিতিতে আজ তুলে ধরা হচ্ছে সি ভোটারের দ্বিতীয় দফার জনমত সমীক্ষা।
আরও পড়ুন:
C-Voter Opinion poll বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? কী বলছে C Voter জনমত সমীক্ষা
সি ভোটার এবং সিএনএক্সের প্রথম দফার সমীক্ষার পর, আজ আপনাদের সামনে রাখব সি ভোটারের দ্বিতীয় দফার সমীক্ষা।
সাধারণ মানুষের সামনে প্রশ্ন করা হয়েছিল, বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে?
View this post on Instagram
সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪৩ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ।
সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী, বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৩ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৬ শতাংশ।