এক্সপ্লোর
ফের রাজস্থানে কাজ করতে গিয়ে মালদার যুবকের রহস্যমৃত্যু

মালদা: ফের রাজস্থানে কাজ করতে গিয়ে মালদার যুবকের মৃত্যু। ঘরের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার। কীভাবে মৃত্যু বুঝে উঠতে পারছে না পরিবার। তৈরি হয়েছে রহস্য। বিজেপি শাসিত রাজস্থানে নৃশংস ভাবে খুন করা হয়েছিল মালদার কালিয়াচকের বাসিন্দা আফরাজুল খানকে। এরপর মাস খানেক কাটতে না কাটতেই ফের সেই রাজস্থানে কাজ করতে যাওয়া মালদার আরেক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। পরিবার সূত্রে খবর, চাঁচোলের স্বরূপগঞ্জের বাসিন্দা শাকির শেখ বছর পাঁচেক ধরে রাজস্থানে মণ্ডপ বাঁধার কাজ করতেন। ঘর ভাড়া করে থাকতেন শাস্ত্রী নগর থানার হাজি কলোনিতে পরিবারের দাবি, বুধবার তাঁর প্রতিবেশীরা ফোন করে জানান, মঙ্গলবার ঘরের মধ্যেই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। শরীরে ছিল আঘাতের চিহ্ন।সাম্প্রতিক কালে বাংলার একাধিক যুবকের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যমৃত্যু হয়েছে। সেই তালিকায় নতুন নাম মালদার যুবক শাকির শেখ। আবারও সেই রাজস্থানে কাজ করতে গিয়ে মৃত্যু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















