Cyclone Yaas Aid Loot: ইয়াসের ত্রাণ লুঠ, ভাঙচুর দোকানে, রাজনৈতিক তরজায় তপ্ত খেজুরি
ত্রিপল ও ত্রাণ সামগ্রী লুঠপাট, বিজেপি সমর্থকদের দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলা-যোগ অস্বীকার করেছে শাসক শিবির।
![Cyclone Yaas Aid Loot: ইয়াসের ত্রাণ লুঠ, ভাঙচুর দোকানে, রাজনৈতিক তরজায় তপ্ত খেজুরি Allegation of Cyclone Yaas Aid looting in khejuri, political tension erupted Cyclone Yaas Aid Loot: ইয়াসের ত্রাণ লুঠ, ভাঙচুর দোকানে, রাজনৈতিক তরজায় তপ্ত খেজুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/14/4bc0024d6c30533931f5aea470ba5150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরে ইয়াস-ত্রাণ ঘিরে রাজনৈতিক তরজা। খেজুরিতে বিজেপির পার্টি অফিস থেকে ত্রিপল ও ত্রাণ সামগ্রী লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সমর্থকদের দোকানও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হামলা-যোগ অস্বীকার করেছে শাসক শিবির।
দিঘা উপকূলজুড়ে এখনও দগদগে ইয়াসের ক্ষত। বহু মানুষ আশ্রয়হীন। ত্রাণের ভরসায় জীবন কাটাচ্ছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। এবার সেই ত্রাণ সামগ্রী লুঠের অভিযোগ ঘিরেই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সরগরম রাজনীতির ময়দান। পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ। বিজেপির অভিযোগ, রবিবার রাতে আলিপুর এলাকায় তাদের পার্টি অফিস ভাঙচুর করে, ত্রাণের জন্য রাখা ত্রিপল ও অন্যান্য সামগ্রী লুঠ করা হয়। কয়েকজন বিজেপি সমর্থকের দোকানে চলে ভাঙচুর। বোমাবাজিও হয়।
খেজুরি (২)-এর বিজেপি মণ্ডল সভাপতি উদয়শঙ্কর মাইতি বলেছেন, 'শুভেন্দু অধিকারী এখানে কয়েকহাজার ত্রিপল পাঠিয়েছিলেন, ত্রাণ সামগ্রীও মজুত করা ছিল। রাতের অন্ধকারে সেইসমস্ত সামগ্রী দরজা ভেঙে লুঠ করে নিয়ে গেছে। পার্টি অফিসও ভাঙচুর করেছে। যাওয়ার সময় আমাদের সমর্থকদের দোকান ভাঙচুর করে, বোমাও ছোড়ে, এসব করে আমাদের আটকানো যাবে না।'
সরকারের ত্রাণ বিলি ভণ্ডুল করতেই বিজেপি মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস বলেছেন, 'এরা ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করছে, এলাকায় আমাদের কর্মী সমর্থকদের দোকান ভাঙচুর করা হচ্ছে, দুয়ারে ত্রাণ প্রকল্পে বাধা দিচ্ছে। ওই ঘটনা চাপতেই এসব কাণ্ড ঘটাচ্ছে।'
এমনিতেই ঘূর্ণিঝড়ের ঝাপটায় লন্ডভন্ড দিঘা উপকূল। ঘূর্ণিঝড় ও ভরা কটালের জোড়া ধাক্কা সবথেকে বেশি প্রভাব ফেলেছে যে অঞ্চলগুলিতে, তার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূলের বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিক জীবনে ফিরতে লড়াই চালাচ্ছেন বহু মানুষ। ভিটে-মাটি হারা মানুষগুলো কাছে আপাতত ভরসা ত্রাণ সামগ্রী টুকুই। এরই মাঝে ত্রাণ বিলি নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক যুদ্ধ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)