এক্সপ্লোর
Advertisement
AMIT SHAH IN BENGAL:আজ রাজ্যে অমিত শাহ, নাড্ডার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে, নিরাপত্তা নিয়ে ডিজিকে চিঠি CRPF র
জে পি নাড্ডার কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। অমিত শাহ-র ক্ষেত্রে তা যেন না হয়। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে জানাল CRPF। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে।নাড্ডার কনভয়ে যথেষ্ট নিরাপত্তা ছিল। দাবি তৃণমূলের।
কলকাতা: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার পর তিন আইপিএসকে ডেপুটেশনে পাঠানো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। এই পরিস্থিতিতে শুক্রবার, ১৮ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মন্ত্রক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি পাঠানো হয়েছে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দফতরগুলিতে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১১টায় অমিত শাহর কলকাতা বমানবন্দরে নামার কথা। রাতে থাকবেন নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে। পরেরদিন, অর্থাৎ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি।
শনিবার সকাল পৌনে ১০টায় NIA আধিকারিকদের সঙ্গে বৈঠক। বেলা পৌনে ১১টা নাগাদ যাবেন বিবেকানন্দে রোডে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে । তারপর হেলিকপ্টারে তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর।
বেলা সাড়ে ১২টা নাগাদ সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন। তারপর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান, দেবী মহামায়ার মন্দিরে পুজো দেওয়ার কথা শাহের। দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলিজুড়ি গ্রামে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন।
এরপর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ ময়দানে তাঁর রাজনৈতিক সভা রয়েছে। শনিবার রাতে আবার হেলিকপ্টারে ফিরবেন কলকাতায়। রাতে বালিগঞ্জের পার্ক লেনে এবং ওয়েস্ট ইন হোটেলে বৈঠক রয়েছে শাহের।
রবিবার অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে। সকালে ১০টা ৫০ নাগাদ তাঁর হেলিকপ্টারে বীরভূমে যাওয়ার কথা। বেলা ১১টা নাগাদ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দুপুর ১টা নাগাদ বীরভূমের পারুলডাঙায় এক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ। ২টো থেকে ৪টে পর্যন্ত রোড শো। হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো-য়ে অংশ নেবেন অমিত শাহ।
এরপর বোলপুরেই সাংবাদিক বৈঠক করে, অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফর উপলক্ষে রাজ্য প্রশাসনকে নিরাপত্তার নিশ্চিদ্র ব্যবস্থা করতে, বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
১০ ডিসেম্বর, ডায়মন্ড হারবার যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনার রেশ এখনও টাটকা। ওই দিন নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা, রাজ্যের তিন IPS অফিসারকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যা নিয়ে চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। সংবাদসংস্থা PTI সূত্রে খবর, নাড্ডার কনভয়ের হামলার ঘটনা উল্লেখ করে, অমিত শাহর নিরাপত্তায় উপযুক্ত সহযোগিতা চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা, CRPF। অমিত শাহ, জে পি নাড্ডা, রাহুল গাঁধী, সনিয়া গাঁধী-সহ দেশের বিভিন্ন VVIP নেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে CRPF-এর এলিট কমান্ডোরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আজ ফোকাস-এ
Advertisement