এক্সপ্লোর
Advertisement
ফের শোকজ: বাড়িতে অনেক প্যাড আছে, কিছু একটা লিখে দেব! তাচ্ছিল্য অনুব্রতর
বীরভূম: অনুব্রত মণ্ডলকে ফের শোকজ করল নির্বাচন কমিশন।
সূর্যকান্ত মিশ্র, বুদ্ধদেব ভট্টাচার্য, অধীর চৌধুরী, বিমান বসু, লকেট চট্টোপাধ্যায়দের সম্পর্কে মন্তব্য করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে মনে করেছে কমিশন। আর সে কারণেই তাঁকে শোকজ। অনুব্রত অবশ্য একে গুরুত্ব দিচ্ছেন না। কী জবাব দেবেন, সে ব্যাপারে কার্যত তাচ্ছিল্যের সুরে তিনি বলেন, বাড়িতে অনেক প্যাড আছে। প্যাডে কিছু একটা লিখে দেব।
নির্বাচন কমিশনের নির্দেশে তিনি এখন নজরবন্দি। শুক্রবার মাঝ রাত থেকে বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, অনুব্রতর কোনও হেলদোল নেই। তাঁকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার কথা বলা হলে অনুব্রত বলেন, ও কী হবে! কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের কাজ করবে!
তা হলে কি ঢাক বাজবে? অনুব্রত বলেন, ঢাক বাজবে। ঢাকিরা এসে গিয়েছে? সন্ধে বেলা আসবে।
বিরোধীদের অভিযোগ, এবারও ভয় দেখিয়ে-হুমকি দিয়ে বীরভূমে ভোট করাতে চাইছেন তৃণমূল জেলা সভাপতি। এ নিয়ে কমিশনে নালিশও জানিয়েছে তারা। কিন্তু, বিরোধীদের এ সব অভিযোগকে আমল দিতে নারাজ অনুব্রত। তিনি বলেন, বিরোধীদের কাজ নেই, কম্মো নেই, লোক নেই, জন নেই, বিরোধীরা তো বলবেই, বিরোধীদের কোথাও দেখা যাচ্ছে? রাস্তাঘাটে ঘুরে দেখুন তো বিরোধীরা আছেন কি না? এমনকী ওস্তাদের মার শেষ রাতে, এমন মন্তব্য করেন তিনি।
পর্যবেক্ষকদের একাংশের মতে, এইসব মন্তব্য থেকেই স্পষ্ট, কমিশনের নজরবন্দির নির্দেশ, শোকজের পরও বেপরোয়া মেজাজেই রয়েছেন অনুব্রত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement