এক্সপ্লোর
Advertisement
সোনা লুঠের মামলায় দুই ঘনিষ্ঠের গ্রেফতারির পর ভারতীর নামে পরোয়ানা, ভিনরাজ্যে সিআইডি
কলকাতা: সোনা লুঠের মামলায় দুই ঘনিষ্ঠ পুলিশ অফিসারের গ্রেফতারির পর এবার পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ ও তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী সুজিত মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। পরোয়ানা নিয়ে প্রাক্তন আইপিএস অফিসারের খোঁজে ভিনরাজ্যে গেল সিআইডি।
কখনও দিল্লি, কখনও উত্তরপ্রদেশ, আবার কখনও গুজরাতে ভারতীর উপস্থিতির প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে সিআইডি সূত্রে। দুজনের খোঁজে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। যদিও সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ভারতী জানিয়েছেন, তিনি ট্যুরে গিয়েছেন।
ইতিমধ্যে প্রাক্তন আইপিএস এবং তাঁর স্বামীর ফ্ল্যাট-বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিআইডি। তদন্তকারীদের দাবি, প্রচুর সরকারি নথি, প্রায় আড়াই কোটি টাকা, সোনা, জমির দলিল উদ্ধার হয়েছে, যা নিয়ে ফের একবার অডিও বার্তায় বেশ কিছু প্রশ্ন তুলেছেন ভারতী। তিনি বলেছেন, সিআইডি মাদুরদহের ফ্ল্যাট থেকে টাকা বের করল, সেগুলো তো আমার নয়। সিআইডি মিথ্যে বলেছে। যার বাড়ি থেকে টাকা উদ্ধার, সেই চক্রবর্তীকে দিয়ে লিখিয়ে নিয়েছে, আমার স্বামী নাকি ওকে ভয় দেখিয়ে টাকা রাখতে দিয়েছিল। ভয় দেখালে আগে কমপ্লেন করলেন না কেন? সিআইডি তো মাদুরদহে বসে রয়েছে। ১, ২, ৩, ৪ তারিখে করলেন না কেন? +++যে জমি-বাড়ির দলিল সিআইডি তুলে নিয়ে গিয়েছে তার প্রত্যেকটার আইটি রিটার্ন দেওয়া, বৈধ।
সিআইডি অবশ্য ইতিমধ্যেই দাবি করেছে, আইন অনুযায়ী তল্লাশি প্রক্রিয়া চলছে এবং জিনিসপত্র বাজেয়াপ্ত হচ্ছে।
এরই মধ্যে সিআইডি-র নজরে খড়গপুর লোকাল থানার তত্কালীন ওসি রাজশেখর পাইন। সিআইডি সূত্রে দাবি, ইনিও ভারতী-ঘনিষ্ঠ অফিসার বলেই পরিচিত। শনিবার রাজশেখরের দাসপুর ও ব্যারাকপুরের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান তদন্তকারীরা। এদিন পশ্চিম মেদিনীপুরের আরও একাধিক জায়গাতেও তল্লাশি চালায় সিআইডি।
শুক্রবার মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তত্কালীন সিআই শুভঙ্কর দে ও ঘাটাল থানার প্রাক্তন ওসি চিত্ত পালকে গ্রেফতার করে সিআইডি।
তদন্তকারীদের দাবি, শুভঙ্কর দে-র বাড়ি থেকে ৪০ লক্ষ টাকা ও চিত্ত পালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬ লক্ষ টাকা।
শনিবার তাঁদের ঘাটাল মহকুমার আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবীর সওয়াল, মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের একাধিক পুলিশ আধিকারিকের নাম উঠে এসেছে। খোয়া যাওয়া সোনা উদ্ধারের জন্য ধৃত ২ পুলিশ অফিসারকে আরও জেরা করা প্রয়োজন। ধৃতদের ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতে রাখা হোক।
জামিনের আর্জি জানিয়ে শুভঙ্কর দে-র আইনজীবী দাবি করেন, পুরোটাই মিথ্যে মামলা। চিত্ত পালের আইনজীবীর দাবি, কী ধরনের সোনা খোয়া গিয়েছে, তা উল্লেখ করেননি তদন্তকারীরা। সিজার লিস্টও দেয়নি তারা। এটা দাসপুরের ঘটনা, কিন্তু চিত্ত পাল ঘাটালের দায়িত্বে ছিলেন। আর তাঁর বাড়ি থেকে যে ৮৫ গ্রাম সোনা উদ্ধার হয়েছে, সেটা তাঁর স্ত্রী-র ৪টি চুড়ি। বিশাল কিছু নয়। আর যে ১৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমার মক্কেলের ১০ বিঘা জমি রয়েছে। তাঁর বাবা শিক্ষক। এক সময়ে মাওবাদী উপদ্রুত জঙ্গলমহলে শান্তিপ্রতিষ্ঠায় প্রাক্তন ওসির ভূমিকার কথাও মাথায় রাখা উচিত।
দু’পক্ষের সওয়াল-জবাব শুনে জামিনের আর্জি খারিজ করে সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement