কুলতলিতে বজরং দলের শিবিরে সামরিক কায়দায় অস্ত্র প্রশিক্ষণ কিশোর, তরুণদের
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ শিবির। রীতিমতো সামরিক কায়দায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিশোর থেকে তরুণদের। খবর, দক্ষিণবঙ্গজুড়ে ১৫-৩৫ বছর বয়সী ২০ হাজার যুবককে নিয়োগ করেছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দল। এদের প্রত্যেককে সামরিক কায়দায় প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই ২০ হাজার যুবককে যারা প্রশিক্ষণ দেবেন, তাঁদেরই হাতেখড়ি হয়ে গিয়েছে কুলতলির প্রশিক্ষণ শিবিরে। চলছে বন্দুক চালানোর প্রশিক্ষণ। সামরিক কায়দায় সুড়ঙ্গ থেকে বের হওয়া। আগুনের মধ্যে দিয়ে ঝাঁপ। দড়ি ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া। চকচকে তরোয়াল নিয়ে নিশানা প্র্যাকটিস। লাঠি খেলা সঙ্গে শারিরীক কসরৎও। এপ্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সহ সভাপতি চন্দ্রনাথ দাসের অবশ্য দাবি, ভবিষ্যতে বন্দুক ধরতে যাতে সুবিধা হয় সেজন্য এখন খেলনা বন্দুক দিয়ে প্রশিক্ষণ দিচ্ছি। কিন্তু হঠাৎ কেন এরকম প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হল? কী উদ্দেশ্যে? তাঁর জবাব, হিন্দু ধর্ম, রাষ্ট্র, সমাজকে রক্ষার জন্য এই প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই তো কিছুদিন আগে আল কায়দা হুমকি দিল কলকাতায় হামলা চালাবে, এখন পুলিশের ওপর আস্থা হারিয়েছে মানুষ। ভিএইচপি-র সাফাই, ভবিষ্যতে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্যই কিশোর ও যুবকদের মানসিক ও শারিরীকভাবে তৈরি করছে তারা।