এক্সপ্লোর
পঞ্চায়েত ভোটের আগে হিংসা, তৃণমূল সমর্থকের মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে

মুর্শিদাবাদে: পঞ্চায়েত ভোটের আগে হিংসা। মুর্শিদাবাদের বেলডাঙায় খুন তৃণমূল সমর্থক। উদ্ধার মুণ্ডহীন দেহ। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যাওয়া হয় তৃণমূল সমর্থক ফজলুর রহমানকে। পরে পাশের মাঠ থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, চৈতন্যপুর ১ অঞ্চলে দলের সক্রিয় কর্মী ছিলেন ফজলুর। পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে। পুলিশের দাবি, একাধিক খুনের অভিযোগ ছিল ফজলুরের বিরুদ্ধে।
খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, চৈতন্যপুর ১ অঞ্চলে দলের সক্রিয় কর্মী ছিলেন ফজলুর। পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে। পুলিশের দাবি, একাধিক খুনের অভিযোগ ছিল ফজলুরের বিরুদ্ধে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















