Cyber Crime : ডেবিট কার্ড সক্রিয় করতে গিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার শিকার দম্পতি
যে অ্যাপটি ওই দম্পতি ডাউনলোড করেছিলেন, তা ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাপের হুবহু নকল একটি অ্যাপ বলে মনে করা হচ্ছে।
সমীরণ পাল, বেলঘরিয়া : অনলাইন লেনদেনের পর এবার ডেবিট কার্ড সক্রিয় করতে গিয়ে প্রতারণার শিকার দম্পতি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হুবহু নকল অ্য়াপ ডাউননোড করে ১ লক্ষ ৭ হাজার টাকা খোয়ালেন বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের ওই দম্পতি।
জানা যাচ্ছে, এদিন নিজেদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডেবিট কার্ড সক্রিয় করতে গিয়েছিলেন ওই দম্পতি। তাঁরা অভিযোগ জানিয়েছেন যে, ডেবিট কার্ড সক্রিয় করার জন্য তাঁরা নিজেদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করেন। ব্যাঙ্কের ম্যানেজার ওই দম্পতিকে পরামর্শ দেন যে, কাস্টোমার কেয়ারে ফোন করে তাঁর ডেবিট কার্ড সংক্রান্ত সমস্যার কথা জানাতে। সেই মতো তাঁরা কাস্টোমার কেয়ারে ফোন করেন। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টোমার কেয়ারের পক্ষ থেকে দম্পতিকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এবং অ্যাপটিতে অভিযোগের নম্বর দিলেই তাঁর ডেবিট কার্ডের সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানানো হয়। কাস্টোমার কেয়ারের পরামর্শ মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাপটি ডাউনলোড করেন ওই দম্পতি। ডাউনলোড করার পর অ্যাপে অভিযোগের নম্বর দেওয়ার পরই ওই দম্পতির অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে ১ লক্ষ ৭ হাজার টাকা কেটে নেওয়া হয়।
সূত্রের খবর, যে অ্যাপটি ওই দম্পতি ডাউনলোড করেছিলেন, তা ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাপের হুবহু নকল একটি অ্যাপ বলে মনে করা হচ্ছে। ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়ার পরই ওই দম্পতি বেলঘরিয়া থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি ব্যারাকপুরের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।