Shootout at Belghoria: বেলঘরিয়ায় তৃণমূল পার্টি অফিসে 'হামলা-গুলি', 'সিন্ডিকেটের দাপট বেড়েছে', দাবি মদন মিত্রর
নেপথ্যে বিজেপির মদত,মদন-ঘনিষ্ঠরাই হামলার সঙ্গে যুক্ত রয়েছে বলে পাল্টা দাবি দিলীপ ঘোষের
![Shootout at Belghoria: বেলঘরিয়ায় তৃণমূল পার্টি অফিসে 'হামলা-গুলি', 'সিন্ডিকেটের দাপট বেড়েছে', দাবি মদন মিত্রর Belghoria bike-borne miscreants raid TMC party office assault workers bullets fired Madan Mitra Dilip Ghosh trade charges Shootout at Belghoria: বেলঘরিয়ায় তৃণমূল পার্টি অফিসে 'হামলা-গুলি', 'সিন্ডিকেটের দাপট বেড়েছে', দাবি মদন মিত্রর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/4d75e27b8366480a966114b6f7acfb5a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, বেলঘরিয়া: তৃণমূলের পার্টি অফিসে হামলা, গুলি চালানোর অভিযোগ ঘিরে উত্তপ্ত বেলঘরিয়া।
অভিযোগ, গতকাল রাতে তৃণমূল পার্টি অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে বন্দুকের বাট দিয়ে ২ তৃণমূল কর্মীকে মারধর করা হয়।
আক্রান্ত কর্মীরা বর্তমানে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক।
তৃণমূলের অভিযোগ, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাইক আরোহী ৮-১০ দুষ্কৃতী দেশপ্রিয় নগরে তৃণমূলের পার্টি অফিসে চড়াও হয়ে ২ তৃণমূল কর্মীকে টেনে বের করে বন্দুকের বাট দিয়ে মারধর করে। পালানোর সময় দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।
রাতেই ঘটনাস্থলে যান মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, এলাকায় প্রোমোটিংয়ের নামে দুষ্কৃতীরাজ ও সিন্ডিকেটের দাপট বেড়েছে। প্রশাসনকে বলব, আরও শক্ত হতে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বলব, এখানে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজান।
নেপথ্যে বিজেপির মদত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, মদন-ঘনিষ্ঠরাই হামলার সঙ্গে যুক্ত রয়েছে।
এখানে বলে রাখা প্রয়োজন, বেলঘরিয়া থানা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে। সম্প্রতি, এই এই কমিশনারেটের আওতায় আরও ৮টি নতুন থানা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে, আরও ৮টি নতুন থানা পেতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এই মুহূর্তে কমিশনারেটের অধীনস্থ থানার সংখ্যা ১৫। আরও ৮টি যুক্ত হলে, তা বেড়ে হবে ২৩।
পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়া থানা ভেঙে হচ্ছে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা। দমদম থানা ভেঙে হচ্ছে, নাগেরবাজার থানা।
টিটাগড় থানার দুটি গ্রাম পঞ্চায়েত, শিউলি ও মোহনপুর নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা। জগদ্দল থানা এলাকার কাউগাছি ১ নম্বর ও কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হচ্ছে বাসুদেবপুর থানা।
বীজপুরের গ্রামীণ অংশ নিয়ে তৈরি হচ্ছে জেটিয়া থানা। হালিশহর পুর এলাকায় গড়ে উঠেছে নতুন হালিশহর থানা।
এছাড়া নৈহাটি পুরসভা নিয়েই শুধু থাকছে নৈহাটি থানা। নৈহাটি গ্রামীণ এলাকায় শিবদাসপুর ও মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হচ্ছে শিবদাস পুর থানা।
পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া, জগদ্দলে লাগাতার অশান্তির কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন তিনটি পুলিশ আউটপোস্ট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)