রবীন্দ্রনাথের পর বিবেকানন্দ, স্বামীজির মুখের পাশে বিজেপির প্রতীক! বেলুড়ে পোস্টার বিতর্কে বিজেপি
পোস্টারে দেখা যাচ্ছে, স্বামীজির সঙ্গে একই ফ্রেমে বিজেপির হাওড়া সদর সহ-সভাপতি অজিত কুমার মিশ্র। বিবেকানন্দের মুখের ডানদিকে লেখা সশ্রদ্ধ প্রণাম। আর বাঁদিকে রয়েছে বিজেপির প্রতীক পদ্ম!
ভাস্কর ঘোষ, হাওড়া: বিজেপির হাওড়া সদর সহ-সভাপতি অজিত কুমার মিশ্র। স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর ছবি সম্বলিত এই পোস্টারকে ঘিরে ক্ষোভের চোরাস্রোত বইছে বেলুড়ে...! সেই বেলুড়, পাশ্চাত্য ভ্রমণ সেরে ফিরে, যেখানে মানবসেবার মহীরুহের বীজ রোপণ করেছিলেন বীর সন্ন্যাসী। পোস্টারে দেখা যাচ্ছে, স্বামীজির সঙ্গে একই ফ্রেমে বিজেপির হাওড়া সদর সহ-সভাপতি অজিত কুমার মিশ্র। বিবেকানন্দের মুখের ডানদিকে লেখা সশ্রদ্ধ প্রণাম। আর বাঁদিকে রয়েছে বিজেপির প্রতীক পদ্ম!
বেলুড়ের এক বাসিন্দার কথায়, কেউ শ্রদ্ধা জানাতেই পারেন। কিন্তু দলীয় প্রতীক দিয়ে দলীয় পদাধিকারীর পোস্টার এটা রাজনীতি করা হচ্ছে। বেলুড়বাসীর ভাবাবেগকে আঘাত করে ৷
গত ১২ জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে উদযাপিত হয় জাতীয় যুব দিবস। তখন থেকেই বিজেপি নেতার ছবি সম্বলিত স্বামীজির এই পোস্টার দেখা যাচ্ছে বেলুড়ে। যুগনায়কের জন্মদিনের সাতদিনের মাথায় অনেক পোস্টারের ঠাঁই হয়েছে নর্দমা আর ডাস্টবিনে। এই ইস্যুতে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র জানান, পরিষ্কার বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। আদতে বিজেপি বাংলার মণীষীদের সম্মান করে না। ভোটের সময় এটা করে। এটাই ওদের কালচার যাঁর পোস্টার ঘিরে এত বিতর্ক, বিজেপির সেই হাওড়া সদর সহ সভাপতি তথা দলের রাজ্য কমিটির আইনি শাখার সহ আহ্বায়ক অজিত কুমার মিশ্রের মন্তব্য--- ‘‘কোনও রাজনীতি নেই। শুধু শ্রদ্ধা জানিয়েছি। ব্যক্তিগত ভাবে পোস্টার দেওয়া হয়েছে, দলগত ভাবে দেওয়া হয়নি।’’
তাহলে প্রশ্ন, স্বামীজির সঙ্গে তাঁর ছবি সম্বলিত যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে বিজেপির প্রতীক এবং অজিত কুমার মিশ্রের দলীয় পদ উল্লেখ করা হল কেন? এপ্রসঙ্গে বিতর্কিত নেতার মন্তব্য, ‘‘আমি আর দল একই। আলাদা করে ভাবার কোনও কারণ নেই। এনিয়ে তৃণমূলের রাজনীতির কোনও অবকাশ নেই।’’ অজিত কুমার মিশ্র এই দাবিতে অনড় থাকলেও, সুর নরম করেছে বিজেপি জেলা নেতৃত্ব।
২০১৯ সালের ১৫ নভেম্বর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উন্মোচনের অপেক্ষায় থাকা স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙা হয় ৷ ২০২০ সালের ১২ নভেম্বর সেই জেএনইউ ক্যাম্পাসেই স্বামী বিবেকানন্দের মূর্তি ভার্চুয়ালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদী নিজের টুইটার হ্যান্ডল থেকে ওই কর্মসূচি জানানোর পর তাঁর নামে গো ব্ল্যাক স্লোগান তুলে প্রতিবাদে সরব হন জেএনইউ-র পড়ুয়াদের একাংশ ৷
এবার খাস বেলুড়ে স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোটের বাংলায় মণীষীদের মূর্তি, ছবি নিয়ে যা সব চলছে, তা দেখে ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, মনে পড়ছে সেই বিখ্যাত গ্রিক প্রবাদ ‘Statues are not the ruins, We are the ruins...৷’