TMC Expels Suvendu Aide: মুখ্যমন্ত্রীকে আক্রমণ, তৃণমূল থেকে বহিষ্কৃত শুভেন্দু-অনুগামী কণিষ্ক পণ্ডা
"মুখ্যমন্ত্রী নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন", বিস্ফোরক মন্তব্য কণিষ্কর
পূর্ব মেদিনীপুর: তৃণমূল থেকে বহিষ্কৃত শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডা। পূর্ব মেদিনীপুর তৃণমূলের সাধারণ সম্পাদক কণিষ্ক। কিছুদিন ধরেই দলবিরোধী কথা বলছিলেন কণিষ্ক। মুখ্যমন্ত্রীকে আক্রমণের পরই দল থেকে বহিষ্কার।
সম্প্রতি, অধিকারী গড় কাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় বদলে ‘শুভেন্দু বাবুর সহায়তা কেন্দ্র’ করা হয়। আর তাৎপর্যপূর্ণ ভাবে এই সহায়তা কেন্দ্রের নতুন রং হয় গেরুয়া। রাতারাতি এই রং বদলকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
এই ইউনিয়নের দায়িত্বে থাকা শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডা বলেন, ত্যাগের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে গেরুয়া রঙকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, দল ত্যাগের প্রতীক। সেই ত্যাগের রং হল গেরুয়া।
শুধু তাই নয়। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, শুভেন্দু অধিকারী ইস্যুটি মমতা বন্দ্যোপাধ্যায় ক্লোজড করে দিয়েছেন। ফলে, এখন শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে না ভেবে এখন মুখ্যমন্ত্রী নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন।
এখানেই থেকে থাকেননি কণিষ্ক। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হচ্ছে, ততদিন আন্দোলন চলবে।
একইসঙ্গে জানান, শুভেন্দু অধিকারীর সৌজন্যে আজ থেকে সাধারণ মানুষের জন্য খোলা হল সহায়তা কেন্দ্র।
এই নিয়ে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অখিল গিরি বলেন, দলীয় নির্দেশ মেনে আমরা কর্মসূচি করছি। কে বা কারা পার্টি অফিসের রং বদল করছে খোঁজ নিয়ে দেখব।
এই ঘটনার পরই, এদিন বেলায় কণিষ্ক পণ্ডাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল।