এক্সপ্লোর
সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় ফের অর্জুনের বাড়িতে পুলিশ, সার্চ ওয়ারেন্ট নিয়ে জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়ায় তল্লাশি
ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে আগে বেশ কয়েকবার তল্লাশিতে গিয়েও ফিরে আসতে হয়েছিল পুলিশকে। এবার আদালতের সার্চ ওয়ারেন্ট নিয়েই ম্যারাথন তল্লাশি চালালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা।
![সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় ফের অর্জুনের বাড়িতে পুলিশ, সার্চ ওয়ারেন্ট নিয়ে জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়ায় তল্লাশি Bhatpara Naihati Co- Operative Bank Fraud Case North 24 Pargana Police raid at Arjun Singh premises সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় ফের অর্জুনের বাড়িতে পুলিশ, সার্চ ওয়ারেন্ট নিয়ে জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়ায় তল্লাশি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/20004333/web-arjun-house-raid-still-190820.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে আগে বেশ কয়েকবার তল্লাশিতে গিয়েও ফিরে আসতে হয়েছিল পুলিশকে। এবার আদালতের সার্চ ওয়ারেন্ট নিয়েই ম্যারাথন তল্লাশি চালালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা।
বুধবার তল্লাশি চলে অর্জুন সিংয়ের দুই আত্মীয়ের বাড়িতেও।
এর আগে কয়েকবার এসে ফিরে যেতে হয়েছিল পুলিশকে। অর্জুন সিংয়ের বাড়ির লোকেরা বলেছিলেন, সার্চ ওয়ারেন্ট আনতে। এবার তাই ব্যারাকপুর মহকুমা আদালত থেকে পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়িতে আসে। এই সময় ছিল টানটান উত্তেজনা। মজদুর ভবনে মোতায়েন ছিল প্রচুর পুলিশ-র্যা ফ।
প্রথমে তল্লাশি চলে অর্জুন সিংয়ের আস্তানা মজদুর ভবনে।
এরপর পাশেই অর্জুন সিংয়ের আরেকটি বাড়িতে তল্লাশি চালাতে গেলে, হোল্ডিং নম্বর নিয়ে সাময়িক জটিলতা তৈরি হয়।
তবে, শেষপর্যন্ত কাটে জট। তল্লাশি চালানো হয় দ্বিতীয় বাড়িটিতেও।
এরপর এই মামলায় অপর অভিযুক্ত অর্জুন সিংয়ের আত্মীয় পাপ্পু সিংয়ের বাড়িতে যায় পুলিশ।
তল্লাশি চলে নোয়াপাড়া থানার অন্তর্গত অর্জুনের আরেক আত্মীয় মনোজ সিংয়ের বাড়িতেও।
ম্যারাথন তল্লাশির পর ব্যারাকপুরের বিজেপি সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
লোকসভা ভোটের আগে থেকেই উত্তপ্ত ভাটপাড়ার রাজনীতি। এখনও তা থামার লক্ষণ নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)