Bankura: পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার সদ্যোজাতর ক্ষতবিক্ষত দেহ, চাঞ্চল্য বিষ্ণুপুরে
ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু এলাকার
তুহিন অধিকারী, বিষ্ণুপুর: পরিত্যক্ত বাড়ি থেকে সদ্যোজাতর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু এলাকার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিত্যক্ত বাড়ির মধ্যে কেউ সদ্যোজাত শিশুর মৃতদেহ ফেলে দিয়ে যায়। তারপরে কুকুরে ওই দেহটি ক্ষতবিক্ষত করে দেয়।
ফুটফুটে একরত্তি প্রাণ। পৃথিবীর আলো দেখেছিল সবে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। ঘটনা বুধবার সন্ধের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে কুকুরকে বেরোতে দেখা যায়। কুকুরের মুখে লেগেছিল রক্ত বলে দাবি স্থানীয়দের। তা দেখেই সন্দেহ হয় তাঁদের। এরপরই এলাকাবাসী পরিত্যক্ত বাড়ির জানলার ভাঙা অংশ দিয়ে বাড়ির মধ্যে একটি শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান। শিশুর ক্ষতবিক্ষত দেখে সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বিষ্ণুপুর থানায়। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে কার্যত শিউরে উঠছেন সাধারণ মানুষ। বুধবারের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বিষ্ণুপুর থানার খবর দেওয়া হলে পুলিশ এসে ওই পরিত্যক্ত বাড়ির তালা দেওয়া দরজা ভেঙে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে এলো মৃতদেহ? প্রশ্ন সাধারণ মানুষের মনে। পুলিশ সূত্রে খবর, পরিত্যক্ত বাড়িটির দরজা বাইরে দিক থেকে তালা দেওয়া ছিল। কিন্তু ভাঙা ছিল পিছনের জানলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিছনের জানলার ভাঙা অংশ দিয়ে বাড়ির মধ্যে কেউ বা কারা শিশুটিকে ফেলে যায়। তারপরে কুকুর শিশুটির মৃতদেহ ক্ষতবিক্ষত করে দেয়। ঘটনার তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কী বা কারা ওই শিশুটিকে ফেলে রেখে গেল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খোঁজ শুরু হয়েছে শিশুটির পরিবারেরও।
এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হল একই পরিবারের দুই মহিলার। গতকাল সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার পাল্লা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত দুই মহিলার নাম ছায়া রক্ষিত ও আঙুর বালা রক্ষিত। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় অন্যান্য দিনের মতোই বাড়ির উঠোনে থাকা কাপড় মেলতে যান দু-জন। এর পর ধাতব তারে ভেজা জামা কাপড় ঝোলাতে গেলেই বিপত্তি ঘটে। ছায়া রক্ষিত ও আঙুর বালা রক্ষিত দু-জনেই বিদ্যুৎপৃষ্ট হন এবং পড়ে যান। পরিবারের অন্যান্যরা ও স্থানীয়রা ছাতনা থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানেই ওই দু-জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।