BJP Candidate List 2021: নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু, ডেবরায় টক্কর দুই প্রাক্তন আইপিএস অফিসারের
এক ঝলকে দেখে নিন বিজেপির প্রথম দুদফার প্রার্থী তালিকা...
নয়াদিল্লি: রাজ্যে বিধানসভা ভোটে এবার হটসিট নন্দীগ্রাম। সেখানে হাইভোল্টেজ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। আজ প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাদ্যায়ের বিরুদ্ধে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে দাঁড় করাল বিজেপি। ডেবরায় লড়াই দুই প্রাক্তন আইপিএসের। ডেবরা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রাম দলুই।
এক ঝলকে দেখে নেওয়া যাক এদিন প্রকাশিত ভোটের প্রথম দুদফার বিজেপি প্রার্থীতালিকা---
জেলা - পূর্ব মেদিনীপুর (পার্ট ১)
-------------------------------
পটাশপুর - অম্বুজাক্ষ মহান্তি
কাঁথি উত্তর - সুনীতা সিংহ
ভগবানপুর - রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি - শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ - অরূপকুমার দাস
রামনগর - স্বদেশরঞ্জন নায়েক
এগরা - অরূপ দাস
জেলা - পূর্ব মেদিনীপুর (পার্ট ২)
-------------------------------
তমলুক - হরেকৃষ্ণ বেরা
পাঁশকুড়া পূর্ব - দেবব্রত পট্টনায়েক
পাঁশকুড়া পশ্চিম - সিন্টু সেনাপতি
ময়না - অশোক দিন্ডা
নন্দকুমার - নীলাঞ্জন অধিকারী
মহিষাদল - বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
হলদিয়া - তাপসী মণ্ডল
নন্দীগ্রাম - শুভেন্দু অধিকারী
চণ্ডীপুর - পুলককান্তি গুড়িয়া
জেলা - পশ্চিম মেদিনীপুর (পার্ট ১)
----------------------------------
দাঁতন - শক্তিপদ নায়েক
কেশিয়াড়ি - সোনালি মুর্মু
খড়গপুর - তপন ভুঁইয়া
গড়বেতা - মদন রুইদাস
শালবনি - রাজীব কুণ্ডু
মেদিনীপুর - সমিত দাস
জেলা - পশ্চিম মেদিনীপুর (পার্ট ২)
-----------------------------------
নারায়ণগড় - রামপ্রসাদ গিরি
নয়াগ্রাম - বাকল মুর্মু
গোপীবল্লভপুর - সঞ্জিৎ মাহাতো
ঝাড়গ্রাম - সুখময় শতপথী
কেশায়িড় - সোনালি মুর্মু
খড়গপুর - তপন ভুঁইয়া
গড়বেতা - মদন রুইদাস
শালবনি - রাজীব কুণ্ডু
মেদিনীপুর - শমিত দাস
বলরামপুর - বানেশ্বর মাহাতো
জেলা - ঝাড়গ্রাম
-----------------
নয়াগ্রাম - বকুল মুর্মু
গোপীবল্লভপুর - সঞ্জিৎ মাহাতো
ঝাড়গ্রাম - সুখময় শতপথী
বিনপুর - পালান সোরেন
জেলা- পুরুলিয়া
---------------
বান্দোয়ান - পারসি মুর্মু
বলরামপুর - বাণেশ্বর মাহাতো
বাঘমুন্ডি - আজসুকে ছাড়া হয়েছে
জয়পুর - নরহরি মাহাতো
পুরুলিয়া - সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার - গৌরী সিংহ সর্দার
পারা - নদিয়া চাঁদ বাউড়ি
রঘুনাথপুর - বিবেকানন্দ বাউড়ি
জেলা- বাঁকুড়া (পার্ট ১)
-----------------------
শালতোড়া - চন্দনা বাউড়ি
ছাতনা - সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ - ক্ষুদিরাম টুডু
রাইপুর - সুধাংশু হাঁসদা
জেলা- বাঁকুড়া (পার্ট ২)
-----------------------
তালড্যাংরা - শ্যামল সরকার
বাঁকুড়া - নীলাদ্রী শেখর দানা
ওন্দা - অমর শঙ্খ
বিষ্ণুপুর - তন্ময় ঘোষ
কোতুলপুর - হরকালী প্রতিহার
ইন্দাস - নির্মল ধাড়া
সোনামুখী - দিবাকর ঘরামি
জেলা- দক্ষিণ ২৪ পরগনা
-------------------------
গোসাবা - চিত্ত প্রামাণিক
পাথরপ্রথিমা - অসিত হালদারা
কাকদ্বীপ - দীপঙ্কর জানা
সাগর - বিকাশ কামিলা