মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ বিজেপি নেতার, তীব্র সমালোচনা
পশ্চিম মেদিনীপুর: অব্যাহত ভাষা সন্ত্রাস! মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ পশ্চিম মেদিনীপুরের বিজেপি পর্যবেক্ষক শ্যামাপদ মণ্ডলের। বিভিন্ন মহলে সমালোচনার ঝড়।
রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে কুকথা যে কোনও পর্যায়ে পৌঁছতে পারে, রবিবার সকালে তার প্রমাণ দিলেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি পর্যবেক্ষক শ্যামাপদ মণ্ডল। সারদা ও নারদকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে মিছিল করে বিজেপি। মিছিল শেষে পথ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ শানান বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল।
বলেন, ওকে আটকে দিল। পুরীর জগন্নাথ মন্দিরে ইন্দিরা-সনিয়া পুজো দিতে পারেননি। এবং আদর্শবাদী হিন্দুরাই পুজো দিতে পারবে। আজ মমতা নাটক করে সেজেছেন, নামাজের আসরে গিয়ে বোর্খা পরে, দু’হাত তুলে আল্লাহ আল্লাহ শব্দ করছেন। এর থেকে হিন্দু সমাজে প্রমাণিত, মমতা পুরুষ না মহিলা সেটা বোঝা যায় না। বর্তমানে ট্রেনে-বাসে যারা হিজড়ে দেখেছেন, আজকে দিদি আমাদের হিজড়ে।
এখানেই থামেননি জেলা বিজেপি পর্যবেক্ষক! তিনি আরও বলেন, দিদির মাথা খারাপ হয়ে গেছে। কয়েকদিন বাদে রাঁচিতে পাঠাতে হবে। বিজেপি নেতার এই করুচিকর ভাষা-প্রয়োগের সমালোচনায় সরব তৃণমূল। এ ধরণের কুরুচিকর ভাষার নিন্দায় সরব বিদ্বজ্জনেরাও।
কয়েকদিন আগেই রাজ্য সফর করে গিয়েছেন অমিত শাহ। নানা ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নেতার এহেন কুরুচিকর ভাষায় আক্রমণ! মধ্য বৈশাখে রাজনৈতিক পারদ আরও চড়ল।