এক্সপ্লোর
জেলাস্তরে বিদ্বজনদের নিয়ে সভা করবে বিজেপিও
![জেলাস্তরে বিদ্বজনদের নিয়ে সভা করবে বিজেপিও Bjp To Hold Meeting With Intellectuals At Districts Level জেলাস্তরে বিদ্বজনদের নিয়ে সভা করবে বিজেপিও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/09203253/bjp-flag.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তিন দিনের সফরে রাজ্যে এসে বিদ্বজ্জনদের একাংশের সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ!জবাব দিতে দেরি করেননি তৃণমূলপন্থী বিদ্বজ্জনরাও।
ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সেই অনুষ্ঠান থেকে তৃণমূল নেতৃত্বও বুঝিয়ে দেয়, বিদ্বজ্জনদের এই কর্মসূচি জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া হবে।
এরই পাল্টা কর্মসূচি এবার নিচ্ছে গেরুয়া শিবির। বুধবার এ নিয়ে বৈঠক করে বিজেপির রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, দলের সংগঠনের দায়িত্বে থাকা সর্বভারতীয় সহকারী সাধারণ সম্পাদক শিবপ্রকাশ। সিদ্ধান্ত হয়েছে, এ বার জেলায় জেলায় বিদ্বজ্জনেদের নিয়ে সভা করা হবে।প্রথমে তৈরি হবে বিদ্বজ্জনেদের তালিকা।তারপর, সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এর পাশাপাশি, বিভিন্ন ইস্যুতে রাজ্যে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২৫ মে, লালবাজার অভিযান কর্মসূচি হবে বড় আকারে।
এর জন্য দলের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
সে দিন বিভিন্ন জায়গা থেকে মিছিল হবে কলকাতা পুলিশের সদর দফতরের উদ্দেশে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)