burdwan: বর্ধমানে ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল
বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পৌরসভায় পৌর প্রশাসক মণ্ডলীতে আইনুল হকের নাম ঘোষণা হওয়ায় বিক্ষোভ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবের নেতৃত্বে পৌরসভায় বিক্ষোভ একাংশের।
কমলকৃষ্ণ দে, বর্ধমান: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর ফের প্রকাশ্যে। বর্ধমান পৌরসভায় পৌর প্রশাসক মণ্ডলীতে আইনুল হকের নাম ঘোষণা হওয়ার পরই বিক্ষোভ শুরু বর্ধমান পৌরসভায়। বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবের নেতৃত্বে পৌরসভায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। তাদের দাবি অবিলম্বে আইনুল হককে পৌর প্রশাসক বোর্ড থেকে সরাতে হবে। এই দাবিতে তুলে স্লোগান দেয় তৃণমূল কর্মীরা, চলে বিক্ষোভ। আব্দুল রব বলেন, এটা কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। পৌর প্রশাসক মণ্ডলীতে আইনুল হকের নাম থাকার বিরোধিতা করে তিনি বলেন, 'এই আইনুল হক বাম জমানায় দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান ছিল। সেসময় তিনি যেভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছেন এবং স্বজন পোষণ করে পৌরসভা চালিয়েছে, দলের দুর্দিনে থাকা কর্মীরা আইনুল হককে পৌরসভায় কোন পদে মেনে নিতে পারবে না বলেই আজ এই বিক্ষোভ।' আইনুল হক তো এখন তৃণমূলেরই নেতা এবং দল তাঁকে এই পদে বসিয়েছে তাহলে কেন এই প্রতিবাদ? এই প্রশ্নের উত্তরে আব্দুল রব বলেন, 'দলের নীচু স্তরের এই ক্ষোভের কথা উচ্চ নেতৃত্ত্বর কাছে পৌঁছানোর জন্যই এই আন্দোলন।'
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। চলল ব্যাপক মারপিট। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার স্টিল টাউনশিপ এলাকায়। প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান ওয়ার্ড সভাপতির দুই গ্রুপ এর সংঘর্ষ। এই ঘটনার জেরে আহত হন বেশ কয়েক জন। ওয়ার্ড সভাপতি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। খেলা হবে দিবস এর অনুষ্ঠান হওয়ার পরেই এই হামলা হয়। ঘটনায় পরস্পর পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।
কিছুদিন আগেই গোঘাটে তৃণমূলের হাতেই আক্রান্ত হতে হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীকে। কর্ম্যাধক্ষের উপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরে তাঁদের জামিন দিয়েছে আদালত। যদিও তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন ঘটনায় যাবতীয় সিদ্ধান্ত নেবে দলই।