এক্সপ্লোর
উলুবেড়িয়ায় ম্যাটাডোরের পিছনে ধাক্কা , মৃত গাড়ির চালক ও পাঁচ বছরের শিশু

হাওড়া: হাওড়ার উলুবেড়িয়ায় ম্যাটাডোরের পিছনে ধাক্কা গাড়ির। গাড়ির চালক ও ৫ বছরের শিশুর মৃত্যু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ২ মহিলা-সহ তিনজন। পুলিশ জানিয়েছে, গতকাল উল্টোডাঙার একটি পরিবার কোলাঘাটে বেড়াতে যায়। ফেরার পথে ভোর সাড়ে তিনটে নাগাদ উলুবেড়িয়ার মনসাতলায় ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোরের পিছনে ধাক্কা মারে গাড়িটি। উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে গাড়ির চালক ও ৫ বছরের এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় ২ মহিলা-সহ ৩ জনকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















