গরু পাচার মামলা: দেশের বিভিন্ন প্রান্তে জমি-বাড়ি, ১০০ কোটির বেশি টাকার সম্পত্তির হদিশ ধৃত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের
৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই
কলকাতা: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। নিজাম প্যালেসে ৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। গরু পাচার মামলায় প্রথম গ্রেফতার হলেন বিএসএফ আধিকারিকই।
সিবিআই সূত্রের দাবি, ২০১৭ সালে মুর্শিদাবাদে কর্মরত থাকার সময় গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল শেখের সঙ্গে যোগ ছিল সতীশ কুমারের। সম্প্রতি তাঁর সল্টলেকের বাড়ি সিল করে দেয় সিবিআই। মঙ্গলবার সিবিআই দফতরে আসেন সতীশ।
সিবিআই সূত্রে দাবি, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন বিএসএফ অফিসার। তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার। সিবিআই সূত্রে খবর, মুর্শিদাবাদ ও দিল্লিতে সতীশের বাড়ি রয়েছে। দিল্লি, ঝাড়খন্ড-সহ ভিন রাজ্যে বেনামি সম্পত্তি রয়েছে। ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। আরও অনেক কোটি টাকার সম্পত্তি রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের।
সিবিআই সূত্রে দাবি, সল্টলেকে সতীশ কুমারের একটি বাড়ি ও একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া, গাজিয়াবাদে তিনটি বাড়ি, দু’টি জমির প্লট, অমৃতসরে বাগানবাড়ি, মুসৌরিতে হোটেল, রায়পুর ও শিলিগুড়িতেও জমি-বাড়ি রয়েছে।