CBI Fake Officer: চাকরির নামে ৪০ লক্ষ টাকা প্রতারণা! বরানগরে পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার
দম্পতির অভিযোগ, ঘনিষ্ঠতা বাড়ায় তাঁদের কাছে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেন ওই যুবক।
বরানগর: ভুয়ো সিবিআই অফিসার পরিচয়ে জাল নিয়োগপত্র বানিয়ে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। বরানগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী আইনজীবী দম্পতির দাবি, ২০১৬-য় জমি রেজিস্ট্রি করতে গিয়ে বরানগরের বাসিন্দা কৃশাণু মণ্ডলের সঙ্গে আলাপ হয়। দম্পতির অভিযোগ, ঘনিষ্ঠতা বাড়ায় তাঁদের কাছে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেন ওই যুবক। এরপর সিবিআই অফিসে নিয়োগের কথা বলে ওই যুবক ২০১৮ থেকে দফায় দফায় প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। কিন্তু বারবার বলা সত্ত্বেও নিয়োগ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি অভিযুক্ত। এরপরই দম্পত্তি পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
গতকাল বরানগর থানায় অভিযোগ দায়ের হয়। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল নিয়োগপত্র, ভুয়ো নথি। প্রতারণার ছক দেখে পুলিশের অনুমান, এক্ষেত্রে আরও জড়িত থাকতে পারে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতারিত দম্পতির অভিযোগ, চাকরি দেওয়ার নামে নানাভাবে টালবাহানা করতে থাকেন অভিযুক্ত। একাধিক ভুয়ো অফিসারের ধরা পড়ার কারণে তাঁদের সন্দেহ দৃঢ় হয়। তাঁরা অভিযুক্তকে তাঁর উর্ধ্বতন অফিসারের সঙ্গে দেখা করিয়ে দিতে বলেন। অভিযুক্ত তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্লে নিয়েও যান। কিন্তু ভেতরে নিয়ে যাননি। এভাবে ওই দম্পতি বুঝতে পারেন যে, তাঁরা প্রতারিত হয়েছেন। এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন।
কিছু দিন আগেই শুভদীপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দেওয়ার অভিযোগ গ্রেফতার হয়েছিলেন।দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। হাওডার জগাছার বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ।কখনও সিবিআই অফিসার, কখনও রেলের ভিজিল্যান্স অফিসার পরিচয় দেওয়া।কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা।নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত।এরকম একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিয়েও করেছিলেন এই কীর্তিমান।
এর আগে দেবাঞ্জন দেব নামে ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির প্রতারণার ঘটনা সামনে এসেছে।