এক্সপ্লোর
Advertisement
উচ্চ মাধ্যমিকের সূচি বদল, ২৯ জুনের পরিবর্তে পরীক্ষা ২, ৬ ও ৮ জুলাই, দেখে নেওয়া যাক-কবে কোন বিষয়ের পরীক্ষা
ফের উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার সূচি বদল। হচ্ছে না ২৯ জুনের পরীক্ষা। পরিবর্তে পরীক্ষা হবে ২, ৬ ও ৮ জুলাই।
কলকাতা: উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সূচিতে রদবদল।পরীক্ষা হবে ২, ৬ এবং ৮ জুলাই।
করোনার জেরে স্থগিত রাখতে হয়েছিল উচ্চমাধ্যমিক। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সেই বাকি তিনদিনের পরীক্ষা হবে ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই। কিন্তু, সেই সূচিতে রদবদল করে, মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানালেন ২৯ জুন পরীক্ষা হবে না।
কিন্তু, পরীক্ষার দিন বদল কেন? কেন্দ্র জানিয়েছে, কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত। ফলে ২৯ জুন পরীক্ষা হলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অনেকের অসুবিধা হতে পারে। এই প্রেক্ষিতে ২৯ জুন দিনটি বদলের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
এবার সেই দাবিতেই মান্যতা দিল সরকার। সরকারের ঘোষণার পরই, বিস্তারিত পরীক্ষাসূচি ঘোষণা করেছে সংসদ। তারা জানিয়েছে,
২ জুলাই হবে এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা।
৬ জুলাই সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সি, আরবি এবং ফরাসি পরীক্ষা হবে।
৮ জুলাই হবে ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে-
পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজ করতে হবে।
প্রত্যেক শিক্ষক ও শিক্ষাকর্মীর মাস্ক পরা বাধ্যতামূলক, পরতে হবে গ্লাভসও।
হ্যান্ড স্যানিটাইজারের বোতল সঙ্গে করে আনতে হবে পরীক্ষার্থীদের।
পরীক্ষার্থীকে ৩ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে।
অভিভাবকদের নিশ্চিত করতে হবে যে, তাদের সন্তানের জ্বর বা কোনওরকম অসুস্থতা নেই।
ইতিমধ্যে সরকার জানিয়েছে সিবিএসই বা আইসিএসই-র মতো উচ্চমাধ্যমিকেও যাতে বাড়ির কাছে পরীক্ষাকেন্দ্র হয় তার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ১১৬টি পরীক্ষাকেন্দ্রের বদলের সম্ভাবনা রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement