এক্সপ্লোর
Advertisement
চিকিত্সায় গাফিলতিতে শিশু-মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এসএসকেএম-এ
কলকাতা: চিকিত্সায় গাফিলতিতে এসএসকেএম-এ শিশু-মৃত্যুর অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের মৃতের পরিবারের। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন কর্তৃপক্ষের।
কম সময়ের ব্যবধানে পর পর ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ। শিশু-মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এসএসকেএম হাসাপতালে। গত ১৩ জুন প্রবল জ্বর নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয় হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা আড়াই মাসের সায়ন্তন দাস।
পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে খেলতে খেলতে ইঞ্জেকশন দেওয়ার চ্যানেল খুলে ফেলে শিশুটি। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও নার্সরা নতুন চ্যানেল লাগিয়ে দেননি এবং চ্যানেল খুলে যাওয়ার অজুহাতে শুক্রবার দিনভর কোনও ইঞ্জেকশনও দেওয়া হয়নি। পরিবারের আরও দাবি, বার বার বলার পর শুক্রবার সন্ধ্যায় এক চিকিত্সক শিশুটিকে পরপর দু’টি ইঞ্জেকশন দেন। তারপরই তার শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে। শনিবার সকালে মারা যায় আড়াই মাসের শিশুটি।
এই ঘটনায় হাসপাতাল কর্তপক্ষের কাছে চিকিত্সার গাফিলতির অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। এসএসকেএম হাসপাতালের আধিকারিক কাবেরী বড়াল জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিশুটির দেখভালের দায়িত্বে থাকা চিকিত্সকদের সঙ্গে কথা বলা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement