রাজ্যে এটিএম জালিয়াতি চক্রের পর্দা ফাঁস, চাকদায় গ্রেফতার ৩
নদিয়া ও কলকাতা: এটিএম কার্ড ক্লোন করে জালিয়াতি। রাজ্যে সক্রিয় হরিয়ানার চক্র। হরিয়ানা পুলিশের সতর্কতার পরই তৎপর সিআইডি। চাকদায় গ্রেফতার ৩। সূত্র ছিল, হরিয়ানার নম্বর প্লেট লাগানো নতুন গাড়ি। হরিয়ানা পুলিশের কাছ থেকে পাওয়া এই তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার দুপুরে নদিয়ার চাকদা থেকে গ্রেফতার ৩ যুবক। সূত্রের খবর, কিছুদিন আগে এটিএম জালিয়াতি চক্রের বিষয়ে সিআইডি-কে সতর্ক করে হরিয়ানা পুলিশ। তারা জানায়, হরিয়ানার একটি এটিএম জালিয়াতি চক্র পশ্চিমবঙ্গে ঢুকেছে। যাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে কার্ড ক্লোন করে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। সেই চক্রটি হরিয়নার নম্বর প্লেট লাগানো নতুন গাড়ি নিয়ে এখন রয়েছে মুর্শিদাবাদে। এরপরই মুর্শিদাবাদ সহ পাশাপাশি জেলার সব থানাকে সতর্ক করে দেয় সিআইডি। জেলায় জেলায় শুরু হয় তল্লাশি। শুক্রবার দুপুরে নদিয়ার চাকদায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ধরা পড়ে অমৃত কুমার, বলজিৎ সিংহ ও রোহতাস নামে তিন যুবক। আটক করা হয় গাড়িটি। জানা গিয়েছে, পুলিশের কাছে প্রথমে ধৃতেরা দাবি করে হরিয়ানা থেকে কালীঘাটে কালী মায়ের দর্শন করতে যাচ্ছিল। চাকদায় ৩৪ জাতীয় সড়কে নাকা চলছিল। সিআইডি ও চাকদা থানা গ্রেফতার করে। সিআইডি সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০টি এটিএম কার্ড, ১ লক্ষ ৪০ হাজার টাকা নগদ, কয়েকটি মোবাইল ফোন এ সিমকার্ড ও এটিএম জালিয়াতির সরঞ্জাম। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।