Coal Smuggling Scam: এবার অভিষেকের শ্যালিকা মেনকার স্বামী, শ্বশুরকে তলব সিবিআইয়ের
ভোটের আগে কয়লা পাচারকাণ্ডের তদন্ত ঘিরে উত্তাপ দিনে দিনে বাড়ছে
প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার এই মামলায় মেনকা গম্ভীররের স্বামী অঙ্কুশ অরোরা এবং শ্বশুর পঙ্কজ অরোরাকে আগামী ১৫ মার্চ নিজাম প্যালেসে তলব করল সিবিআই।
সিবিআই সূত্রে দাবি, এর আগে মেনকা গম্ভীরকে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বিষয়ে আরও তথ্য জানার প্রয়োজন আছে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুর এবং স্বামীকে তলব করা হয়েছে।
ভোটের মুখে কয়লাপাচার মামলায় সিবিআই তৎপরতা নিয়ে এর আগেই রাজনৈতিক তর্কযুদ্ধ শুরু হয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে বলেছিলেন, আমার ওপর ভীষণ রাগ না? ঘরের মা-বোনেদের বলছে, কয়লা চোর। বাড়ির বউকে কয়লা চোর বলছে, আর কয়লা চোরদের নিজেদের দলে নিয়ে রেখেছে।
কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সিবিআই যাওয়ার আগে উনি চলে গেলেন, বলে দিলেন কীভাবে সিবিআইকে ট্যাকল করতে হবে।
অন্যদিকে, কয়লা ও গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র এখনও ফেরার। তাঁকে হন্যে হয়ে খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
ফলে, তদন্তে নেমে বৃহস্পতিবার বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, ওই অফিসার সম্পর্কে কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর আত্মীয়।
সিবিআই সূত্রে দাবি, এই পুলিশ অফিসারের যোগসাজশেই কয়লা পাচারের টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছোত। গাড়িতে করে টাকা পাচারের যে অভিযোগ উঠেছে, সে ক্ষেত্রে অশোক মিশ্রর কী ভূমিকা ছিল, তা জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে বাঁকুড়া থানার আইসিকে গরু পাচারকাণ্ডের তদন্তেও জিজ্ঞাসাবাদ করা হয়।
অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে ফেরার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। এর জন্য চার জেলার জেলাশাসককে চিঠিও পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কয়েক দিন আগে শিলিগুড়ি থেকে লালা ঘনিষ্ঠ বামাপদ দে -কে আটক করে তাঁর বয়ান রেকর্ড করা হয়। সেই বয়ানেও উঠে আসে বাঁকুড়া থানার আইসি-র নাম।
সবমিলিয়ে ভোটের আগে কয়লা পাচারকাণ্ডের তদন্ত ঘিরে উত্তাপ দিনে দিনে বাড়ছে।