Corona Cases: রাজ্য ফার্মাসি কাউন্সিলে করোনার হানা, আক্রান্ত একাধিক ফার্মাসিস্ট, বন্ধ হল অফিস
Coronavirus Cases In West Bengal: সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ফার্মাসি কাউন্সিল বন্ধ রাখার সিদ্ধান্ত।
কলকাতা: এবার রাজ্য ফার্মাসি কাউন্সিলে করোনার হানা। সোমবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সল্টলেকের পূর্ত ভবনে ফার্মাসি কাউন্সিলের অফিস। একের পর এক ফার্মাসিস্ট করোনা আক্রান্ত। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ফার্মাসি কাউন্সিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এও জানান হয়েছে যে পয়লা ফেব্রুয়ারি ফার্মাসি কাউন্সিল খুললেও, সমস্ত কাজকর্ম হবে অনলাইনে।
করোনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মেলা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। তবে আপাতত বন্ধ থাকছে স্কুল-কলেজ। ট্রেনও চলবে ১০টা পর্যন্ত। আগের নিয়ম ও নিষেধাজ্ঞা জারি রাখা রয়েছে। তবে কয়েকটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
- গঙ্গাসাগরের পর এবার রাজ্যে অন্য মেলাতেও ‘ছাড়’,
- সঠিক করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা,
- বিয়ের অনুষ্ঠানেও ২০০ জনের উপস্থিতিতে ছাড়পত্র,
- ২০০ জন অথবা অনুষ্ঠান গৃহের ৫০% উপস্থিতিতে ছাড়।
অন্যদিকে, রাজ্যে যে হারে করোনা বাড়ছে, সেই আবহে পুরভোট (Municipal Election) পিছনো যায় কি না তা জানতে চেয়ে শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) জানিয়েছিল হাইকোর্ট (Highcourt)। সূত্রের খবর, রাজ্য সায় দেওয়ার পরই কমিশনের তরফে জানান হয়েছে যে করোনার কারণে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে ৪ পুরনিগমের ভোট। ২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি পুরভোট হবে। ১৫ ফেব্রুয়ারি হবে ভোটের ফলপ্রকাশ।