(Source: ECI/ABP News/ABP Majha)
Covid19 Update: করোনাকালে সঙ্কটমোচনের চেষ্টা, চিকিৎসা সংক্রান্ত সব তথ্য সম্বলিত ওয়েবসাইট বানাল কোচবিহারের কয়েকজন যুবক
চিকিৎসা সংক্রান্ত যে কোনও তথ্য যাতে দ্রুত পাওয়া যায়, সে লক্ষ্যেই ওয়েবসাইট চালু করেছেন তাঁরা। এই উদ্যোগে সামিল হয়েছেন কয়েকজন চিকিৎসকও।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কেউ অক্সিজেন পাচ্ছেন না, কারও হাসপাতালে বেড পেতে সমস্যা, তো কেউ অ্যাম্বুল্যান্সের জন্য হন্যে হয়ে ঘুরছেন। করোনাকালে এমন সব সমস্যারই মুসকিল আসান। এক ক্লিকেই মুহূর্তের মধ্যে মুঠোর মধ্যে চলে আসবে সব তথ্য। করোনাকালে অসহায়দের পাশে দাঁড়াতে উদ্যোগী কোচবিহারের বেশ কিছু যুবক। চিকিৎসা সংক্রান্ত যে কোনও তথ্য যাতে দ্রুত পাওয়া যায়, সে লক্ষ্যেই ওয়েবসাইট চালু করেছেন তাঁরা। এই উদ্যোগে সামিল হয়েছেন কয়েকজন চিকিৎসকও।
কোচবিহারের কিছু যুবক করেছেন এমনটাই। কেউ কলেজ পড়ুয়া, কেউ ব্যস্ত গবেষণায় তো কেউ আবার সরকারি চাকুরে। সময় বের করেই করোনা আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। কোচবিহার কোভিড হেল্পলাইন নামে একটি গ্রুপ তৈরি করে। cobcovidhelpline.com নামে একটি ওয়েবসাইট চালু করেছেন।
কোচবিহার কোভিড হেল্পলাইন-র সদস্য সাগ্নিক রায় বলেছেন, এখন করোনা পরিস্থিতিতে সবার জরুরি পরিষেবার দরকার হয়, কোচবিহারে যাতে কেউ সমস্যায় না পড়ে তারজন্যই এটা করেছি, এখানে সব তথ্য আছে। শুরুটা হয়েছিল ৩-৪ জনকে নিয়ে। সদস্য সংখ্যা বাড়তে বাড়তে এখন ৫০। কয়েকজন চিকিৎসকও সামিল হয়েছেন এই উদ্যোগে। গ্রুপের সদস্যরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যে করোনা আক্রান্তদের জন্য হোম ডেলিভারিরও ব্যবস্থা করবেন তাঁরা। অপর সদস্য রাতুল তরফদার বলেছেন, আরও ভলান্টিয়ার দরকার, মানুষের দরকার মেটাতে চাই, বেশ কিছু ডাক্তার যুক্ত হয়েছেন, টেলিমিডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে, আরও যাতে যুক্ত হতে পারে তার চেষ্টা করছি।
যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে সক্ষম না হও, তাহলে অন্তত একজনকে সাহায্য করো। পৃথিবীর ভয়ঙ্করতম অসুখে, মাদার টেরেসার এই উক্তি আজ বড়ই প্রাসঙ্গিক। করোনা মোকাবিলায় একদিকে যেমন প্রয়োজন চিকিৎসার, সেইসঙ্গে দরকার মানবিকতাও। বিশেষত যাঁরা অসহায়, তাঁদের দিকে বাড়ানো সাহায্যের একটি হাত যুদ্ধজয়কে আরও সহজ করে তোলে। তাই সীমিত সামর্থের মধ্যে থেকেও, অতিমারীর মোকাবিলায় অনেকেই এগিয়ে এসেছেন আর পাঁচজনের সহযোগিতায়।