এক্সপ্লোর
Advertisement
ফের খারিজ মদনের জামিন-আর্জি, কেস ডায়েরি না আনায় সিবিআইকে তিরস্কার আদালতের
কলকাতা: মদন মিত্রের জামিন-মামলায় কেস ডায়েরি না আনায় আদালতে ভর্তসিত সারদা কেলেঙ্কারির তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও শেষপর্যন্ত এদিনও মদনের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত।
সোমবার আলিপুর আদালতে সারদাকাণ্ডে জেলবন্দি, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের জামিনের আবেদনের শুনানি ছিল। সেই মামলাতেই কেস ডায়েরি না আনায় বিচারকের ভর্তসনার মুখে পড়তে হল সিবিআইকে। মদন মিত্রের জামিনের আবেদনের শুনানিতে, এদিন তাঁর আইনজীবী অভিযোগ করেন, তদন্তের কোনও অগ্রগতি হয়নি। তা সত্বেও ১৯ সপ্তাহ ধরে মদন মিত্র জেলবন্দি। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।
জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, তদন্তের স্বার্থে মদন মিত্রকে এখনও হেফাজতে রাখা প্রয়োজন।
এরপরই মদন মিত্রর আইনজীবীরা জানতে চান কেস ডায়েরি পেশ করা হয়েছে কি না। বিচারক কেস ডায়েরি তলব করলে, সিবিআইয়ের আইনজীবীরা জানান, কেস ডায়েরি আনা হয়নি। তখনই বিচারক সিবিআইয়ের আইনজীবীকে ভর্তসনা করে বলেন, কেউ জামিনের আর্জি জানাক বা না জানাক, শুনানিতে কেস ডায়েরি আনতেই হবে।
বিচারকের নির্দেশে, সিজিও কমপ্লেক্সে কেস ডায়েরি আনতে ছোটেন সিবিআই অফিসাররা। দু’ঘণ্টা পর জমা পড়ে কেস ডায়েরি। বিচারক কেস ডায়েরি খতিয়ে দেখার পর, ফের প্রাক্তন মন্ত্রীর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করে বলেন, মদন মিত্র আর প্রভাবশালী নন। তথ্যপ্রমাণ লোপাটের কোনও জায়গা নেই।...প্রয়োজনে সিবিআইয়ের কাছে রোজ হাজিরা দিতে প্রস্তুত।
যদিও জামিনের বিরোধিতার অনড় ছিল সিবিআই। এরপর জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক।
জামিন খারিজের পর এদিন ফের তাত্পর্যপূর্ণ মন্তব্য করেন মদন মিত্র। বললেন, মেসি অবসর নিয়েছে, রোনাল্ডোর চোট, আমি অবসরও নিইনি, আহতও নই।
২৫ জুলাই পর্যন্ত ফের মদন মিত্রর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement