করোনা আক্রান্ত মুর্শিদাবাদের বিধায়ক, সংক্রমণ জেলা পরিষদের এক আধিকারিকেরও
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুর জামান কোভিড পজিটিভ। গতকালই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে।
কলকাতা: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুর জামান কোভিড পজিটিভ। গতকালই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তিনি আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে পরিবার সূত্রে খবর, ওই বিধায়ককে চিকিত্সার জন্য কলকাতায় আনা হতে পারে। উপসর্গ বলতে বিধায়কের হালকা কাশি ছিল। সেই কারণেই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। বিধায়ক করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলা পরিষদ দফতরের এক আধিকারিকও করোনা পজিটিভ। এর জেরে আগামী ১০ দিন জেলা পরিষদের দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত। ওই আধিকারিকের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও আজ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। এর মধ্যে জীবাণুমুক্ত করা হবে জেলা পরিষদের দফতর।
উল্লেখ্য, ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল। উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। দেশে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৯১৫। আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬।
উদ্বেগের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৯৫ জন। যা একদিনে সংক্রমণের ক্ষেত্রে রেকর্ড। দেশে মোট সংক্রমণ মুক্ত ৬ লক্ষ ১২ হাজার ৮১৫ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৮৩ জন।
দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৯২৮ জনের। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৬৪০। দিল্লিতে মৃত ৩ হাজার ৪৮৭। সংক্রমিত ১ লক্ষ ১৬ হাজার ৯৯৩। তামিলনাড়ুতে ২ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৮২০। গুজরাতে মৃতের সংখ্যা ২ হাজার ৭৯। আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৫২। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের। আক্রান্ত ৪১ হাজার ৩৮৩।